বীরভূমে খনিতে বিস্ফোরক গাড়ি থেকে নামানোর সময় বিস্ফোরণ, মৃত্যু ৫ জনের
হিন্দুস্তান টাইমস | ০৭ অক্টোবর ২০২৪
বীরভূমের খয়রাশোলে কয়লাখনিতে ভয়ঙ্কর ঘটনা। গাড়ি থেকে বিস্ফোরক নামানোর সময় ভয়াবহ বিস্ফোরণ। প্রায় মিটার দূরে ছিটকে পড়ল দেহ। ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
পড়তে থাকুন - ফাঁড়ির পুলিশ আধিকারিক শাহনাওয়াজের নেতৃত্বে নির্যাতিতার পরিজনদের মারধরের অভিযোগ
খনি শ্রমিকরা জানিয়েছেন, গঙ্গারামপুর খোলামুখ খনিতে সোমবার সকালে গাড়ি থেকে বিস্ফোরক নামানোর কাজ চলছিল। তখনই হঠাৎ প্রবল বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গাড়িটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে কয়েক শ মিটার দূরে ছিটকে পড়ে শ্রমিকদের দেহ। বিস্ফোরণস্থল থেকে ৫০০ মিটার দূরে এক শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর।
এই ঘটনায় শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কেন শ্রমিকরা কাজ করছে জেনেও কর্তৃপক্ষ বিস্ফোরণ ঘটানোর নির্দেশ দিল তা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। খনিতে আর কেউ আটকে রয়েছেন কি না তা জানার চেষ্টা চলছে।