• আরজি কর, জয়নগর কাণ্ডের মধ্যেই কলকাতায় জোড়া ধর্ষণের অভিযোগ, ধৃত ২
    হিন্দুস্তান টাইমস | ০৭ অক্টোবর ২০২৪
  • আরজি কর কাণ্ড নিয়ে এখনও উত্তপ্ত বাংলা। সেই আবহের মধ্যেই গত কয়েকদিনের মধ্যে জয়নগর, পটাশপুর সহ বিভিন্ন জায়গায় যৌন নির্যাতন ও খুনের অভিযোগ উঠেছে। আর এবার খাস কলকাতার দুটি জায়গায় যৌন নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। এর মধ্যে উত্তর কলকাতার চিৎপুরে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক তরুণকে। অন্যদিকে, দক্ষিণ কলকাতার হরিদেবপুরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুটি ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা।


    চিৎপুরে নাবালিকাকে বাড়ি থেকে অপহরণ করার পর যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই তরুণ নাবালিকাকে অপরহণ করে। আচমকা নাবালিকা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন তার পরিবারের সদস্যরা। সন্ধান না পাওয়ায় শেষে থানায় নিখোঁজ করেন তারা। পরে বাড়ির লোকজন ওই তরুণের বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করে। যদিও এক্ষেত্রে দুজনের প্রেমের সম্পর্ক রয়েছে বলেই দাবি করেছে তরুণের পরিবার। জানা গিয়েছে, নাবালিকার ডাক্তারি পরীক্ষার পর তাকে হোমে পাঠানো হয়েছে।

    অন্যদিকে, দ্বিতীয় ঘটনা ঘটেছে হরিদেবপুরের জোকা এলাকায়। জানা গিয়েছে, নির্যাতিতা তরুণীর বাড়ির পাশের অভিযুক্ত ১৭ বছর বয়সি কিশোরের বাড়ি। ওই তরুণী বাড়িতে একা ছিলেন। সেই সুযোগে বাড়িতে ঢুকে কিশোর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর বিষয়টি পরিবারের সদস্যদের জানান তরুণী। পরে পরিবারের লোকজন তরুণীকে নিয়ে থানায় যান। সেখানে তারা কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানান। তার ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, কিশোরকে গ্রেফতার করার পর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে তোলা হতে পারে। ইতিমধ্যেই নির্যাতিতার ধরনের ডাক্তারি পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের একাধিক নারী নির্যাতনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। আরজি করে এবং তরুণী চিকিৎসকে ধর্ষণ এবং খুনের ঘটনায় এমনিতেই তেতে রয়েছে বাংলা। তার ওপর জয়নগরে গত শনিবার এক নাবালিকার নিথর দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। রাজনৈতিক নেতা কর্মীরাও থানা ঘিরে বিক্ষোভ দেখা। অন্যদিকে, পটাশপুরেও এক গৃহবধূকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। সেই আবহে ফের কলকাতায় দুটি ধর্ষণের অভিযোগ উঠল। তাতে প্রশ্ন উঠেছে মহিলাদের নিরাপত্তা নিয়ে। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)