• মত্ত অবস্থায় খুন করেছে সঞ্জয়ই, আরজি কর কাণ্ডে চার্জশিট পেশ করে জানাল CBI
    হিন্দুস্তান টাইমস | ০৭ অক্টোবর ২০২৪
  • আরজি কর কাণ্ডে আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। তদন্তভার হাতে নেওয়ার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল তারা। চার্জশিটে ধৃত সঞ্জয় রায়ই মত্ত অবস্থায় ধর্ষণ ও খুন করেছেন বলে উল্লেখ করা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে শুধুমাত্র সঞ্জয় রায়েরই। 


    পড়তে থাকুন - ফাঁড়ির পুলিশ আধিকারিক শাহনাওয়াজের নেতৃত্বে নির্যাতিতার পরিজনদের মারধরের অভিযোগ

    পুজোর মুখে আরজি কর কাণ্ডে প্রাথমিক চার্জশিট পেশ করল সিবিআই। ৫৫ পাতার চার্জশিটে রয়েছে ২০০ জন সাক্ষীর বয়ান। চার্জশিটে সঞ্জয় রায়ই খুন ও ধর্ষণ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। সে একাই এই কাজ করেছে বলে উল্লেখ রয়েছে চার্জশিটে। শিয়ালদা আদালতে চার্জশিট পেশ করেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক। পরে সাপ্লিমেন্টরি চার্জশিটে এই ঘটনায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের ভূমিকা আরও স্পষ্ট করা হবে বলে সূত্রের খবর। 


    কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলার তদন্ত করছে সিবিআই। গত ৯ অগাস্ট সকালে আরজি কর মেডিক্যালের এমারজেন্সি বিল্ডিংয়ের চেস্ট মেডিসিন বিভাগে উদ্ধার হয় স্নাতকোত্তর পড়ুয়া ৩১ বছর বয়সী তরুণী চিকিৎসকের দেহ। এর পর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনার সিবিআই তদন্তের দাবিতে আদালতে জনস্বার্থ মামলা হয়। ১৩ অগাস্ট ঘটনার ৫ দিন পর সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তদন্তভার হাতে নিয়ে সঞ্জয় রায়কে হেফাজতে নিয়ে জেরা করে সিবিআই।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)