• বিনীত গোয়েলকে কী শাস্তি দেওয়া যায়? মোদীর মন্ত্রকের কাছে জানতে চাইল হাইকোর্ট
    হিন্দুস্তান টাইমস | ০৭ অক্টোবর ২০২৪
  • বিপদ আরও বাড়ল কলকাতার অপসারিত পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। আরজিকর মেডিক্যালে নির্যাতিতা চিকিৎসকের নাম প্রকাশ্যে নিয়ে আসায় তাঁর বিরুদ্ধে FIR দায়েরের দাবিতে করা জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ দফতরকে যোগ করতে বলল কলকাতা হাইকোর্ট। সঙ্গে ওই দফতরকে আদালতে হলফনামা দিয়ে বলতে হবে, এই ক্ষেত্রে একজন IPSএর বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ করার সুযোগ রয়েছে।


    পড়তে থাকুন - ফাঁড়ির পুলিশ আধিকারিক শাহনাওয়াজের নেতৃত্বে নির্যাতিতার পরিজনদের মারধরের অভিযোগ

    গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যালে নির্যাতিতা চিকিৎসকের নাম সংবাদমাধ্যমের সামনে উচ্চারণ করেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এর পর তাঁর বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এই মামলায় কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ মন্ত্রককে যুক্ত করার নির্দেশ দেন। এই মন্ত্রকের দায়িত্বে রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    প্রধান বিচারপতি জানিয়েছেন, একজন IPS অফিসার এই ধরণের অপরাধ করলে তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ করা যেতে পারে তা হলফনামা দিয়ে জানাতে হবে কেন্দ্রকে। তার পর বিনীত গোয়েলের বিরুদ্ধে পদক্ষেপ করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে আদালত।

    বলে রাখি, সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় বেশ কিছুদিন এই মামলার শুনানি স্থগিত রেখেছিল কলকাতা হাইকোর্ট। গত সোমবার সুপ্রিম কোর্ট বিষয়টি হাইকোর্টকে দেখতে বলায় অবশেষে শুরু হয়েছে মামলাটির শুনানি। এই মামলায় মামলাকারীর হয়ে প্রতিনিধিত্ব করছেন আইনজীবী মহেশ জেঠমালানি। মামলায় দোষী প্রমাণিত হলে বিনীত গোয়েলের ২ বছর পর্যন্ত জেল হতে পারে।


    মামলাটির পরবর্তী শুনানি পুজোর ছুটির পর হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)