• আরজি করে থ্রেট কালচার, ৫৯ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তদন্ত কমিটির
    দৈনিক স্টেটসম্যান | ০৮ অক্টোবর ২০২৪
  • আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রমরমিয়ে চলত ড্রাগের চোরা কারবার। তদন্ত কমিটির রিপোর্টে উঠে এসেছে এমনই বিস্ফোরক তথ্য। অপরাধের নানা শাখা-প্রশাখা যে কতদূর ডালপালা মেলেছিল তার আভাস মিলেছে তদন্ত কমিটির রিপোর্টে।  আরজি কর কাণ্ডের পর যে থ্রেট কালচারের অভিযোগ সামনে উঠে আসে , তার তদন্তে গঠন করা হয় অভ্যন্তরীণ তদন্ত কমিটি। শনিবার কলেজ কাউন্সিল তদন্ত কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে থ্রেট কালচারে অভিযুক্ত ৫৯ জনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। শনিবারই কলেজের তরফে তালিকা  প্রকাশ করে বলা হয় ৭ জন চিকিৎসক এবং ৩ চিকিৎসক পড়ুয়াকে ৭২ ঘন্টার মধ্যে বহিষ্কার করা হবে ।  
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)