• কালীপুজোর আগেই ডিএ বৃদ্ধি, বাড়বে বেতন? উৎসবের মাঝেই বিরাট সুখবর
    আজকাল | ০৭ অক্টোবর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কালীপুজোর আগেই ডিএ বৃদ্ধি, বাড়বে বেতন! সূত্রের খবর তেমনটাই। মনে করা হচ্ছে, কালীপুজোর আগেই কেন্দ্র সরকারের কর্মীদের বাড়তে চলেছে বেতন।

    সেভেন্থ পে কমিশনের আওতায়, এই অক্টোবরেই ডিএ ঘোষণার জন্য অপেক্ষা করছেন কেন্দ্র সরকারের কর্মীরা। ২০২৪ সালের মার্চ মাসে ৪ শতাংশ বৃদ্ধির পরে ডিএ অনেকটাই বেড়েছে। সেই পরিমাণের আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

    সরকার সাধারণত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI)-এর উপর ভিত্তি করে, কর্মচারীদের মুদ্রাস্ফীতির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করার জন্য বার্ষিকভাবে ডিএ বিষয়ে পর্যালোচনা করা হয়ে থাকে। এই বৃদ্ধি এক কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের উপকৃত করবে। অবসরপ্রাপ্তদের জন্য থাকে ডিয়ারনেস রিলিফ। গতবছরের হিসেব অনুসারে, কেন্দ্রীয় সরকারের কর্মীরা চলতি বছরের অক্টোবরে ডিএ-র অপেক্ষা করছেন।

    চলতি বছরে ডিএ কার্যকরী হলে মূলত কী সুবিধা পাবেন সরকারি কর্মীরা? কত বাড়বে মাসিক বেতন? কেন্দ্রীয় সরকারি কর্মী, যাঁর মূল বেতন প্রতি মাসে ১৮ হাজার, তাঁর ৫০০ থেকে ৭০০ পর্যন্ত বাড়তে পারে। যাঁদের মূল বেতন ৩০ হাজার টাকা, এই মুহূর্তে তাঁদের ডিএ-র পরিমাণ নয় হাজার, ৩ শতাংশ ডিএ বৃদ্ধি হলে তা বেড়ে হবে ৯৫৪০।
  • Link to this news (আজকাল)