• পুজোয় আসানসোল ডিভিশনে ২টি স্পেশাল ট্রেন, কোন রুটে চলবে?
    এই সময় | ০৮ অক্টোবর ২০২৪
  • দুর্গাপুজোর কথা মাথায় রেখে একাধিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করছে রেল। এ বার দুটি স্পেশাল মেমো ট্রেন দেওয়া হলো ইস্টার্ন রেলওয়ে আসানসোল ডিভিশন।বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। আর সেই দুর্গোৎসবকে কেন্দ্র করেই কার্যত রাজ্য জুড়ে মেতে থাকে বাঙালিরা। পুজোয় এক শহর থেকে আরেক শহর ঠাকুর দেখতে যাওয়ার হিড়িক যেন লেগেই থাকে। স্বাভাবিকভাবেই, তার জন্য ট্রেনে ভিড়ও হয় প্রচুর। সেই ভিড়ের কথা মাথায় রেখে এবং যাত্রী সুবিধার্থে এবার পূর্ব রেলের আসানসোল ডিভিশনের তরফ থেকে দেওয়া হলো দুটি মেমু স্পেশাল ট্রেন।

    যার মধ্যে একটি চলবে অন্ডাল থেকে সিউড়ি পর্যন্ত। অন্যটি চলবে আসানসোল থেকে বর্ধমান পর্যন্ত । যার মিডিল ক্রসিং পয়েন্ট থাকছে অন্ডাল স্টেশন। আগামী ৯ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত চালানো হবে এই ট্রেন দুটি।

    ইস্টার্ন রেলওয়ের দেওয়া প্রেস বিবৃতি অনুযায়ী দুপুর ১টায় অন্ডাল থেকে ট্রেন ছেড়ে ২.২০ নাগাদ সিউড়ি পৌঁছবে অন্ডাল সিউড়ি মেমু স্পেশাল প্যাসেঞ্জার। আবার সিউড়ি থেকে বিকেল ৩.৩০ নাগাদ অন্ডাল পৌঁছবে ৪.৫০ নাগাদ। ট্রেনটি স্টপেজ দেবে কাজোরা গ্রাম, সিদুলি, উখড়া, পাণ্ডবেশ্বর, ভীমগড়া, পাাঁচড়া, দুবরাজপুর, ছিনপাই কচুজর।

    অন্যদিকে, আসানসোল বর্ধমান মেমু স্পেশাল প্যাসেঞ্জার এই দিনগুলিতে দুপুর ৩টের সময় আসানসোল থেকে ছেড়ে বর্ধমান পৌঁছবে বিকেল পাঁচটা নাগাদ। আবার বর্ধমান থেকে রাত ৯.৫৫ নাগাদ ছেড়ে আসানসোল পৌঁছাবে রাত ১১.৫৫ তে। স্টপেজ দেবে কালিপাহাড়ি, রানিগঞ্জ, অন্ডাল, ওয়ারিয়া, দুর্গাপুর, রাজবাঁধ, পানাগড়, মানকর, পরাজ, গলসি, খানা ও তালিতে।
  • Link to this news (এই সময়)