পুজো শুরু হয়ে গিয়েছে বাংলা জুড়ে। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ঢল নেমেছে। এসবের মধ্যেই অত্যন্ত মর্মান্তিক ঘটনা। চতুর্থীর দুপুরে ভয়াবহ দুর্ঘটনা। হাওড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। সূত্রের খবর, হাওড়া শরৎ সদনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক গিয়ে সজোরে একটি পুলকারের পেছনে ধাক্কা দেয়। এদিকে ধাক্কা দেওয়ার পরে বাইক থেকে পড়ে যান বাইক আরোহী এক প্রৌঢ়। তারপর ওই পুলকারটি কিছুটা টেনে নিয়ে যায় ওই ব্যক্তিকে। তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছিল।
সূত্রের খবর, আহত ব্যক্তির নাম স্বপন কুমার মাঝি। তাঁর বয়স ৫৩ বছর। তিনি ছেলের সঙ্গে জুতো কিনতে গিয়েছিলেন। সেই সময় জুতো কিনে তিনি ফিরছিলেন। এমন সময় বঙ্গবাসী মোড়ের কাছে মহাত্মাগান্ধী রোডে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি পুলকারের পেছনে ধাক্কা দেয়। এরপর সেই পুলকারটি ওই প্রৌঢ় ব্যক্তিকে কিছুটা টেনে নিয়ে যায়। ঘটনার পরেই এলাকায় শোরগোল পড়ে যায়। অন্যদিকে ওই পুলকারে স্কুলের ছাত্রছাত্রীরা ছিল। তাদের উদ্ধার করে পরে অন্য গাড়িতে স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হয়।
এদিকে পুজোর সময় রাস্তায় লোকজনের সংখ্যা এমনিতেই বেশি থাকে। সেক্ষেত্রে রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালালে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।