• চুরি, হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার ও প্রত্যাবর্তণ পুলিসের
    বর্তমান | ০৮ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, রামপুরহাট: পুজোর আগেই চুরি ও হারিয়ে যাওয়া বাইক এবং মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা। রবিবার রাতে মুরারই থানায় একটি অনুষ্ঠানের মাধ্যমে সেগুলি প্রকৃত প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রামপুরহাট এসডিপিও গোবিন্দ সিকদার, ওসি সাকিব সাহাব সহ অন্যান্য অফিসাররা। পুলিস জানিয়েছে, এদিন ৩০টি মোবাইল ও ১৫টি মোটরবাইক প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। 


    উল্লেখ্য, গত ১০ জুলাই মুরারইয়ের রাজগ্রাম এলাকা থেকে মণিরুল ইসলাম নামে এক ব্যক্তির বাইক চুরি যায়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিস। বিভিন্ন রাস্তায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে মুরারইয়ের গত ১২ আগষ্ট পাইকর থেকে আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের পাণ্ডা কিরণ শেখকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় চুরি যাওয়া বাইকটি। দীর্ঘ জেরায় সে মুরারই ও লাগোয়া ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা থেকে বাইক চুরির কথা স্বীকার করে। সেইমতো তার বাড়ি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া মুরারইয়ের বরুয়া গোপালপুর ও শ্বশুরবাড়ি পাইকর থানার লম্বাপাড়া গ্রাম থেকে ১৫ টি চুরি যাওয়া বাইক উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এদিন বাইকগুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। কিরণ বর্তমানে রামপুরহাট জেলে রয়েছে। 


    অন্যদিকে বিভিন্ন সময়ে এলাকার বেশ কিছু মানুষের মোবাইল হারিয়ে যায়, কিছু ক্ষেত্রে চুরি যায়। সেইমতো ৩০ টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুজোর আগে হারিয়ে যাওয়া বাইক ও মোবাইল ফিরে পেয়ে খুশি প্রাপকরা।
  • Link to this news (বর্তমান)