• আড়াই বছর মনরেগার টাকা বন্ধ, রাজ্যের গুচ্ছ চিঠির প্রেক্ষিতে কেন্দ্রের জবাব তলব হাইকোর্টের
    বর্তমান | ০৮ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২২ সালের মার্চ থেকে রাজ্যকে একশো দিনের কাজের (মনরেগা) টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। একাধিক দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় দল পাঠিয়ে অনুসন্ধানের পাশাপাশি রাজ্যের কাছে ব্যাখ্যাও তলব করেছে মোদি সরকার। রাজ্যের তরফে অন্তত ২০টি চিঠি পাঠানো হলেও কেন্দ্রের তরফে কোনও জবাব আসেনি। আর এবার এবিষয়টি নিয়েই কেন্দ্রের কাছে জবাব তলব করল হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, ‘কেন্দ্র এভাবে চুপ করে বসে থাকতে পারে না। রাজ্যের বক্তব্যের প্রেক্ষিতে তাদের অবস্থান কী, তা তাদের জানাতে হবে।’ এরপরই রিপোর্ট আকারে এই ব্যাপারে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।


    একশো দিনের কাজের টাকা বকেয়া-সহ একাধিক ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে খেতমজুর সমিতি। সেই মামলায় একশো দিনের কাজে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। সেটা খতিয়ে দেখতে ইতিমধ্যেই চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে হাইকোর্ট। ওই কমিটির নোডাল অফিসারকে একটি অন্তর্বর্তী রিপোর্ট জমা দিতে বলেছিল ডিভিশন বেঞ্চ। কিন্তু এদিন কমিটির তরফে কোনও রিপোর্ট জমা না-পড়ায় ক্ষোভ প্রকাশ করেছে বেঞ্চ। তবে খেতমজুর সমিতির দাবি, প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যের দ্বন্দ্বের কারণে প্রায় দু’বছরের কাছাকাছি প্রকল্পের আওতায় কাজ বন্ধ রয়েছে। তাহলে জবকার্ডধারীদের কেন বেকার ভাতা দেওয়া হবে না? আইন মোতাবেক রাজ্যকেই ওই ভাতা দিতে হবে। এই বক্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রের বঞ্চনার বিষয়টি তুলে ধরেন অ্যাডভোকেট জেনারেল। তবে সব পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ তার নির্দেশে জানিয়েছে, কেন রাজ্যকে ওই ভাতা দিতে নির্দেশ দেওয়া হবে না, সেই বিষয়ে রাজ্যকেও রিপোর্ট দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি পুজোর ছুটির পর নভেম্বর মাসে।
  • Link to this news (বর্তমান)