• ডাক্তারদের হুমকি দিয়ে ‘বিখ্যাত’ হয়েছিলেন, তাঁর বিরুদ্ধেই দায়ের প্রতারণার অভিযোগ
    হিন্দুস্তান টাইমস | ০৮ অক্টোবর ২০২৪
  • চিকিৎসকদের হুমকি দেওয়ায় তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে দায়ের হয়েছে FIR. ভরতপুরের তৃণমূলের বাহুবলি বিধায়ক হুমায়ুঁ কবিরের বিরুদ্ধে এবার দায়ের হল এবার দায়ের হল প্রতারণার অভিযোগ। টাকা নিয়ে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ভরতপুর থানায় অভিযোগ দায়ের করেছেন একটি সংস্থা। এমনকী ঘটনার কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছে তারা।


    পড়তে থাকুন - মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন

    জানা গিয়েছে, ময়ূরাক্ষী নদীর ফেরিঘাটের বরাত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি সংস্থার কাছ থেকে ১৪ লক্ষ টাকা নিয়েছিলেন হুমায়ুঁ। তার পর বছর ঘুরলেও কাজের বরাত পায়নি সেই সংস্থা। এর পর টাকা ফেরত চাইলে তৃণমূল বিধায়ক যে চেক দেন তা বাউন্স করে। এর পরই পুলিশের দ্বারস্থ হয় তারা।

    সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, ‘মূয়রাক্ষী নদীর ওপর লোহাদহ ফেরিঘাটের টেন্ডার বেরনোর কথা ছিল। সাধারণত পঞ্চায়েত থেকে। হুমায়ুঁ জানান টেন্ডার হবে তাঁর ওখান থেকে। একথা বলে টেন্ডার পাইয়ে দিয়ে ১৪ লক্ষ টাকা দাবি করেন তিনি। সেই টাকা বিধায়ককে দেওয়া হলেও শেষ পর্যন্ত টেন্ডার আমরা পাইনি। এর পর বিধায়কের কাছে টাকা ফেরত চাইলে প্রথমে কয়েকদিন ঘোরান তিনি। তার পর ৪ লক্ষ টাকা ও ৮ লক্ষ টাকার ২টি চেক দেন। কিন্তু সেই চেক ব্যঙ্কে দেখালে জানানো হয়, অ্যাকাউন্টে অত টাকাই নেই। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছি আমরা। সঙ্গে মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি আমাদের টাকা উদ্ধার করে দেওয়ার অনুরোধ জানিয়ে।’


    এব্যাপারে বিধায়ক হুমায়ুঁ কবিরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। SMSএর জবাব দেননি তিনি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)