পঞ্চমীর আনন্দে সকাল সকাল জল ঢালল আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এ দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত। উদ্বেগে সাধারণ মানুষ। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পুজোর মধ্যে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
পঞ্চমীর সকাল থেকেই কলকাতায় বৃষ্টি
এ দিন সকাল থেকেই শহরে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে বৃষ্টিপাত। পুজোর সময় আবহাওয়ার মতি বদল নিয়ে রীতিমতো উদ্বেগে সাধারণ মানুষ। উদ্য়োক্তারাও চিন্তায় পড়েছেন। তাঁদের কথায়, ‘সারা বছর ধরে পরিশ্রম করে আমরা পুজো করি। বৃষ্টি সমস্ত আনন্দ পণ্ড না করে দেয়!’পুজোর সময় কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
পঞ্চমীর দিন কলকাতার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এ দিন শহরের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ।
ষষ্ঠী ও সপ্তমীতেও মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ, হাওয়া অফিস জানাচ্ছে এমনটাই। অষ্টমী এবং নবমী পুজোর দুই দিনই বিক্ষিপ্তভাবে শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দশমীর দিন বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে।
পুজোর দিনগুলিতে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
পঞ্চমী থেকে সপ্তমী দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অষ্টমীতেউত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা।
নবমীতে সব জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দশমীতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া ও হুগলির কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
পুজোর সময় উত্তরবঙ্গে বেড়াতে যান অনেকেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে পঞ্চমী এবং ষষ্ঠী হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তমীতে দার্জিলিং ও কালিম্পংয়ের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। অষ্টমীতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। নবমী এবং দশমীতে দার্জিলিং ও কালিম্পংয়ের কয়েকটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে।