• বিশ্বের দরবারে প্রথম তিনে দার্জিলিং চিড়িয়াখানা 
    দৈনিক স্টেটসম্যান | ০৮ অক্টোবর ২০২৪
  • দার্জিলিংয়ের চিড়িয়াখানার মুকুটে উঠল সেরার শিরোপা। রেড পান্ডা সংরক্ষণ প্রকল্পের জন্য বিশ্বের দরবারে সেরা হিসেবে গণ্য হয়েছে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক তথা দার্জিলিং চিড়িয়াখানা। বিলুপ্তপ্রায় প্রাণী রেড পান্ডার সংরক্ষণ ও প্রজননের জন্য এই শিরোপা উঠেছে শৈলরানীর মুকুটে। ওয়াজা কনজারভেশন অ্যাওয়ার্ড-এর প্রকাশিত তালিকায় প্রথম তিনে স্থান পেয়েছে দার্জিলিং চিড়িয়াখানা। এই বিষয়ে রাজ্য জু-অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরি বলেন, ‘এই খবর আমাদের কাছে খুবই আনন্দের। আমরা গর্বিত। গোটা বিশ্বের কয়েক হাজার চিড়িয়াখানার মধ্যে শীর্ষ স্থানাধিকারী তিনটির মধ্যে জায়গা করে নিয়েছে দার্জিলিং চিড়িয়াখানা। রেড পান্ডা সংরক্ষণ ও প্রজননে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)