সূত্রের খবর, পিকআপ ভ্যানে বেআইনিভাবে চোলাই মদ তৈরির সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় পুলিসের হাতে ধরা পড়ে ওই দুই ব্যক্তি। ওই এলাকা দিয়ে যাওয়ার সময় পিকআপ ভ্যানটিকে আটক করে তল্লাশি চালায় পুলিস। গাড়ি থেকে উদ্ধার হয় চোলাই মদ তৈরির সরঞ্জাম। বৈধ কোনোও কাগজপত্র দেখাতে না পারায় মালবাজার থানার পুলিস গাড়িসহ ওই দুই ব্যক্তিকে আটক করে মালবাজার থানায় নিয়ে আসে। ওই দুই ব্যক্তির নাম তরুণ সরকার (২৪) এবং নৃপেন চন্দ্র সেন (৩৭)। ইতিমধ্য়ে দুইজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রজু করেছে মালবাজার থানার পুলিশ।
পুলিস সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিস ওই এলাকায় টহল দিতে শুরু করে। আর সেই সময়ই পিকআপ ভ্যানটিকে আটকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় চোলাই মদ তৈরির সরঞ্জাম। ইতিমধ্য়ে ওই দুইজনকে জলপাইগুড়ি জেলার দায়রা আদালতে নিয়ে যাওয়া হয়েছে।