তাঁর আরও জিজ্ঞাসা, তাহলে হাসপাতাল করে কি লাভ? অপারেশন থিয়েটার আছে? কটা অপারেশন হয়েছে ? বিস্ময় প্রকাশ বিচারপতি বলেন, শেষ পাঁচ বছর ধরে ছাত্ররা পড়াশোনা করছে। তারা MBBS পাশ করে বেরোবে কোনও ময়নাতদন্তের অভিজ্ঞতা ছাড়া! দিল্লির মতো না হোক, অন্তত হৃষিকেশ AIIMS এর মত পরিকাঠামো তৈরি হোক। একজন নাগরিক কেন্দ্রীয় হাসপাতালের সাহায্য চেয়ে আদালতে এসেছে। আদালত নির্দেশও দিয়েছে।
কিন্তু সাহায্য নিতে হচ্ছে JNM এর মত প্রান্তিক সরকারি হাসপাতালের। মানুষের কি সুরাহা হবে? কল্যানী AIIMS এর পরিকাঠামোগত সম্পূর্ণ কাজ করতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের তরফ থেকে যে যে ক্ষেত্রে অনুমোদন লাগবে রাজ্য সেটা দিয়ে সাহায্য করবে, কোনও বাধা তৈরি করা যাবে না, বলেই নির্দেশ বিচারপতির। ৩১-১২-২০২৫ এর মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।