হাওড়া মেট্রোয় নেমে কাছেপিঠে পাওয়া যাবে কোন কোন পুজো মণ্ডপ?
এই সময় | ০৮ অক্টোবর ২০২৪
পুজোর সময় মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। উপচে পড়া ভিড় রাস্তাঘাটেও। স্বাভাবিকভাবেই গতি কমেছে বাস, ট্যাক্সির। আর এই অবস্থায় রাস্তার ভিড় ঠেলে যদি পাতাল রেলের দৌলতে পুজো মণ্ডপের কাছে পৌঁছনো যায়, তাহলে তো কথায় নেই। ময়দান মেট্রোর সুবাদে হাওড়ায় ঠাকুর দেখতে যাওয়া এই বছর অনেক স্বাচ্ছন্দের। ময়দান মেট্রো স্টেশনের কাছে কোন কোন বিখ্যাত পুজোগুলি দেখতে পারবেন, দেখে নেওয়া যাক বিস্তারিত তালিকা।
হাওড়া ময়দান স্টেশন থেকে বেরিয়ে কোন কোন পুজোগুলিতে পৌঁছনো যাবে?
এসপ্ল্যানেড থেকে থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চালু হয়েছে চলতি বছর। গঙ্গার নীচে মেট্রো চলাচল চমকে দিয়েছিল সাধারণ মানুষকে। পাশাপাশি কলকাতার সঙ্গে হাওড়ার যোগাযোগ ব্যবস্থাতেও উন্নতি হয়েছে। এ বারের পুজোয় এসপ্ল্যানেড থেকে মেট্রো ধরে সরাসরি হাওড়া ময়দানে নেমে সেই জেলার একাধিক নামী পুজো মণ্ডপে পৌঁছে যাওয়া সম্ভব।হাওড়া ময়দান মেট্রো থেকে বেরিয়ে হাঁটা পথে বা সামান্য সড়ক যাত্রার মধ্য দিয়ে এই মণ্ডপগুলি দেখা সম্ভব:
হাওড়া ঘাস বাগান স্পোর্টিং ক্লাবের পুজো। ইচ্ছাপুর, কামারডাঙা, শীতলাতলা, চ্যাটার্জি হাট, মন্দিরতলা, রামকৃষ্ণপুর, দাসনগর, বাইপাস, সালকিয়ায় একাধিক পুজো রয়েছে। এর মধ্যে বেশ কিছু বনেদি বাড়ির পুজো রয়েছে। আর কিছু থিম পুজোও রয়েছে চলতি বছর।
হাওড়া জাতীয় সেবা দল দুর্গা উৎসব কমিটির পুজো, পাগলা ফৌজের পুজো, ব্যাঁটরা মহিলা সংঘের পুজোও মেট্রো রুটে গিয়ে দেখা অনেকটা সহজ। পাশাপাশি শিবপুরের কামারডাঙা শীতলাতলা বারোয়ারি, শিবাজী সংঘের পুজোও বেশ জনপ্রিয়। এই পুজোগুলিতে মেট্রোয় করে পৌঁছনো অনেকটাই সহজ হতে চলেছে।