ফেলে দেওয়া জিনিস দিয়েই দুর্গার প্রতিমা গড়ল ১৩ বছরের বালক
এই সময় | ০৮ অক্টোবর ২০২৪
বয়স মাত্র ১৩ বছর। এই বয়সেই পরিবেশ বান্ধব জিনিস দিয়ে সে তৈরি করেছে দুর্গা প্রতিমা। এই প্রতিমা বানাতে ব্যবহার করা হয়েছে ফেলে দেওয়া কাগজ এবং ফেলে দেওয়া কাপড়ের টুকরো। কাগজ, আঠা, কাপড়-সহ থার্মোকলের পাতা দিয়ে অভিনব উপায়ে দুর্গা প্রতিমা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে নদিয়ার সংলাপ নাথ।
অষ্টম শ্রেণির পড়ুয়া সংলাপের বাড়ি কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্র রাজা রোড এলাকায়। সেখানকার একটি আবাসনের বাসিন্দা সে। সংলাপ সেখানে বসেই বাড়ির ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে নিজের হাতে গড়েছে দুর্গা প্রতিমা। তবে, এই প্রতিমার পুজো হবে না। এটা থাকবে তাদের বাড়িতেই। কৃষ্ণনগরের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের পড়ুয়া সংলাপ জানিয়েছে, এর আগেও বাড়িতে পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়েই অনেক কিছু বানিয়েছে সে। নিজের ভালো লাগা এবং ভালোবাসা থেকেই এই কাজ করে সে। এবার সে এই প্রতিমা তৈরি করেছে কাগজ, কাপড় ও বাতিল থার্মোকলের থালা দিয়ে। এই প্রতিমা তৈরি করতে এক মাস সময় লেগেছে বলে জানিয়েছে সংলাপ। প্রতিমা একচালার।
খুদে এই শিল্পী বলে, ‘ঘরের যে সব জিনিস ফেলে দেওয়া হয় সেগুলি দিয়ে আমার খেয়ালে শিল্পকর্ম করি। এতে ওই জিনিসগুলি আবার ব্যবহার করাও যায়। সেই সঙ্গেই পরিবেশ রক্ষা করার বার্তার দিতেই এই কাজ করি।’
এই কাজে খুবই আনন্দিত সংলাপের অঙ্কন শিক্ষক রাহুল কুণ্ডু। তিনি বলেন, ‘সংলাপ সারা বছরই নানা রকম কাজ করে সবাইকে খুব আনন্দ দেয়। আমি চাই এই ভাবেই ছোটোদের হাত ধরেই নানা সৃষ্টি ফুটে উঠুক এবং পরিবেশ বান্ধব চিন্তাধারার ভাবনা আরও দৃঢ়তা পাক।’