• অনুদানে নয়, 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের টাকাতেই পুজোর আয়োজন
    এই সময় | ০৮ অক্টোবর ২০২৪
  • কোনও অনুদান নেই। পাড়ার পুজোর জন্য চাঁদা তোলাও হয়নি। তাও পুজো হচ্ছে। এই পুজোর আয়োজন করেছেন মহিলারাই। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর কালাচাঁদপাড়ায় এ বারেই প্রথমবার এই পুজোর আয়োজন করেছেন মহিলারা। তাহলে কীভাবে পুজো হচ্ছে? পুজো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাওয়া টাকায়।আগে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসিক ৫০০ টাকা পেতেন। সেটাই এখন দ্বিগুণ করা হয়েছে। এই পুজোর কমিটির সদস্যরা জানান, কয়েকমাস আগে তারা নিজেরাই দুর্গাপুজো করবেন বলে ঠিক করেন। মহিলারা ঠিক করেন, তাঁরা কারও কাছ থেকে চাঁদা নেবেন না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে টাকা আসে সেটা দিয়েই দশভূজার আরাধনা করবেন তাঁরা। প্রতি মাসে যে টাকা আসে, তার থেকে কিছু টাকা তাঁরা আলাদা করে রেখে দিতে শুরু করেন। সেই জমানো টাকাতে এ বার দত্তপুকুর কালাচাঁদপাড়া মহিলা সমিতির দুর্গাপুজো হচ্ছে।

    কমিটির সদস্যরা জানান, প্রথমে এলাকার জনা পঞ্চাশেক মহিলা পুজোর পরিকল্পনা করেন। তারপরে একে একে যোগ দেন এলাকার অন্য মহিলারাও। প্রায় ২০০ জন একত্রিত হয়ে এ বার এই প্রথম পুজোর আয়োজন করেছেন।

    মহিলারা জানান, লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় পুজোর আয়োজন করার সঙ্গে কী ভাবে পুজোর চারদিন কাটবে তাও ঠিক হয়েছে। এই কটা দিন মণ্ডপেই কাটাবেন তাঁরা। নবমীর দিন পাড়ায় ভোগ বিতরণ হবে। এ ছাড়া বস্ত্র বিতরণ এবং পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে।

    কালাচাঁদপাড়ার মহিলারা জানান, প্রথম বছর পুজো বলে তাঁদের অভিজ্ঞতা কম। তাই পাশের ক্লাবের ছেলেদের সাহায্য নেওয়া হচ্ছে। আগামিদিনে আরও বড় পুজো করা ইচ্ছা আছে।
  • Link to this news (এই সময়)