এবার রাজবাড়ি মোড়ের বিশাল দুর্গামণ্ডপ আপদমস্ত উজ্জ্বল গেরুয়া রঙের কাপড়ে ঢাকা। তার সামনেই সাধু সন্তদের মঞ্চে বসিয়ে বক্তব্য রাখেন শুভেন্দুবাবু। তিনি বলেন, ‘গতবারে জিয়াউদ্দিন মোল্লা সাহেব গেরুয়া কাপড় খুলিয়েছিলেন। সবুজ কাপড় পরিয়েছিলেন। কেমন আছেন মোল্লা সাহেব? চিরদিন কাহারও সমান নাহি যায়। এক বছর পর গেরুয়া লাগিয়েছি। হিন্দুর বাচ্চা মরে যায়নি।’
তিনি বলেন, ‘আমরা কারও ধর্মে হস্তক্ষেপ করি না। সনাতন আমরা। নিজের ধর্ম মানি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। জিয়াউদ্দিন মোল্লা আপনার কোনও অধিকার নেই আমার ধর্মে হস্তক্ষেপ করার।’
সভায় উপস্থিত হিন্দুদের উদ্দেশে শুভেন্দুবাবু বলেন, ‘সনাতনীরা ভাগ হবেন না। যোগীজি শিখিয়েছেন উত্তর প্রদেশের লোককে ভারতীয় বলতে, সনাতনী বলতে জাতপাতে ভাগাভাগি করবেন না। আমরা সবাই সনাতনী। আমাদের পরিচয় আমরা ভারতীয়। আমরা হিন্দুস্তানে থাকি। আমরা হরিয়ানায় বাঁটিনি, তাই আমাদের কাটতে পারেনি। আমরা বাংলায় বাঁটব না, আমাদের কাটতে দেব না।’
বলে রাখি, গত বছর রাজবাড়ি মোড়ের পুজো মণ্ডপে গেরুয়া কাপড় খুলিয়ে সবুজ কাপড় লাগাতে বাধ্য করার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূলি পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লার বিরুদ্ধে। গত ১২ মার্চ সন্দেশখালিতে ইডির ওপর হামলার ঘটনায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। গত জুনে জামিন পান তিনি। তবে রেশন দুর্নীতি ও টাকা পাচার সহ বিভিন্ন মামলায় সিবিআই – ইডিসহ একাধিক এজেন্সির নজরে রয়েছেন তিনি।