সোমবার আরামবাগের পুরাতন বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়েছিল ১৪ বছরের ওই নাবালিকা। সেখানেই দোকানদার তাকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। নাবালিকাকে সে বলে, ‘তুমি তো আমার শালির মতো। তোমার বয়ফ্রেন্ড লাগলে আমাকে বলবে। অন্য কারও সাথে সেক্স করবে না। আমি তোমাকে কলকাতায় ঠাকুর দেখতে নিয়ে যাব। যাবে তো?’
দোকানদারের মতলব ভালো নয় বুঝে সোজা বাড়ি চলে যায় নাবালিকা। বাড়ি গিয়ে মাকে ঘটনার কথা বলে সে। এর পর মেয়েকে নিয়ে সেই দোকানে যান মা। অন্যান্য দোকানিদেরও ঘটনার কথা বলেন। মুহূর্তে উত্তেজনা ছড়ায় এলাকায়। এর পর নাবালিকার মা অভিযুক্তকে জুতোপেটা করতে থাকেন।
অভিযুক্ত দোকানদারের দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এরকম কোনও কথা নাবালিকাকে বলেননি তিনি। তবে কেন নাবালিকা তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করতে যাবে তার কোনও জবাব দিতে পারেনি অভিযুক্ত।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় তারা। নাবালিকাকে জেরা করে বিস্তারে ঘটনাটি জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।