মহাষষ্ঠীর দিনে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক ডাক্তারদের, থাকছে তিনটি সংগঠন
হিন্দুস্তান টাইমস | ০৮ অক্টোবর ২০২৪
আজ মহাপঞ্চমী। দুর্গাপুজো উপলক্ষ্যে সেজে উঠেছে কলকাতা থেকে জেলা। আর তার মধ্যেই বড় খবর হয়ে গেল। আরজি কর হাসপাতালের ঘটনায় সোমবারই চার্জশিট পেশ করেছিল সিবিআই। শিয়ালদা আদালতে ২১৩ পাতার চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার জেরে সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি। এই আবহে দুর্গাপুজোর মরশুমে রাজপথে অনশনে জুনিয়র ডাক্তাররা। আজ মঙ্গলবার মহামিছিল করতে চেয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু পুলিশের অনুমতি মেলেনি। তাই এবার মহাষষ্ঠীতে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে চিকিৎসক ও নার্সদের তিনটি সংগঠন। সুতরাং রাত পোহালেই তপ্ত হবে রাজপথ।
এদিকে একটি সাংবাদিক বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। তাতে তাঁরা হুঁশিয়ারি দিয়ে সুর সপ্তমে চড়িয়েছেন। ধর্মতলায় চলছে আমরণ অনশন। ১০ দফা দাবি মানা না হলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে জানান তাঁরা। আজ আবার গণইস্তফার ঘটনা দেখা দিয়েছে। তারপরই আরজি কর হাসপাতালের অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়কে নবান্নে ডেকে পাঠানো হয়েছে। তার মধ্যেই বুধবার মহাষষ্ঠীর দিন ডক্টর্স ফোরাম, মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং নার্সেস ইউনিটি এই তিন সংগঠন সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছেন। মিছিলের অনুমতি না পেলেও শহরে জোড়া মিছিল শুরু হয়েছে।
অন্যদিকে গণইস্তফার কোনও নিয়ম নেই সরকারি স্তরে। তাই এক এক করে সিনিয়র চিকিৎসকরা ইস্তফা দিলে তখন রাজ্য সরকার কোন পথ নিত সেটা দেখার বিষয় ছিল। এভাবে ইস্তফা হয় না। বিচারের দাবিতে আবেদন করা মিছিলের অনুমতি পাননি জুনিয়র ডাক্তাররা। তাই অনুমতির তোয়াক্কা না করেই পঞ্চমীর বিকেলে পথে নামলেন তাঁরা। পঞ্চমীর বিকেলে কলেজ স্কোয়ার থেকে অনশন মঞ্চ পর্যন্ত একটি ও মেডিক্যাল কলেজের গেট থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত আর একটি মিছিল বের করা হয়। তাতে এখনও গোলমালের কোনও খবর মেলেনি।
এছাড়া বুধবার মহাষষ্ঠীর সকালে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে ডক্টর্স ফোরাম, মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং নার্সেস ইউনিটি সংগঠন। তাঁদের দাবি, সিবিআই চার্জশিটে শুধু সঞ্জয় রায়ের নাম উল্লেখ করেছে। কিন্তু এই বিষয়টি তাঁরা মেনে নিচ্ছেন না। তদন্তে খামতি আছে বলে তাঁরা মনে করেন। আসলে সিবিআইয়ের এই চার্জশিট আসলে কলকাতা পুলিশের তদন্তকেই সিলমোহর দেয়। আর তাই যদি হয় তাহলে বিনীত গোয়েলের দাবি সত্য। এই জায়গা থেকে চিকিৎসক ও নার্সদের সংগঠন জানিয়েছে, ৯ অক্টোবর দুপুরে করুণাময়ী মোড় থেকে সিজিও কমপ্লেক্স অভিযান শুরু হবে।