• আন্দোলনকারীদের 'নকশাল' আখ্যা দিয়ে বিস্ফোরক কুণাল, 'মণ্ডপে' আহ্বান ডাক্তারদের
    হিন্দুস্তান টাইমস | ০৮ অক্টোবর ২০২৪
  • আজ পঞ্চমী। একদিকে যেখানে রাস্তায় পুজো দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে, অপরদিকে আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আরও তীব্রতর হচ্ছে। এই আবহে জুনিয়র ডাক্তারদের 'নকশাল' আখ্যা দিয়ে আজ বিস্ফোরক তোপ দাগেন কুণাল ঘোষ। আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে করে তৃণমূল কংগ্রেস নেতা লেখেন, 'সিপিএম, ডিএসও, কিছু নকশালপন্থী পুজো, উৎসব-অর্থনীতির পরিবেশ নষ্ট করতে নেমেছে। এরা পুজো চায় না। মানুষের আয় চায় না। পুজোয় নেগেটিভিটি তৈরি করে প্রচার চায়। অরাজকতা চায়।'



    কুণাল আরও লেখেন, 'মানুষের আবেগকে বিপথে প্ররোচিত করতে চায়। পুজোমুখী জনতাকে বাধা দিতে চায়। সতর্ক থাকুন। অশান্তি বাধাতে দেবেন না। সিবিআইয়ের চার্জশিট এদের পছন্দ হয়নি। তাই এরা হতাশা থেকে মরিয়া হয়ে পুজোর মধ্যে অস্থিরতা করতে নেমেছে। মনে রাখুন, সিবিআই চার্জশিট প্রমাণ করেছে আরজিকরের কুৎসিত ঘটনায় সঠিক অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে ধরেছিল কলকাতা পুলিশ।'


    এদিকে জুনিয়র ডাক্তাররা পুজোর মধ্যেও আন্দোলন জারি রেখেছেন। বর্তমানে জুনিয়র ডাক্তারদের অনশন চলছে ধর্মতলার ধরনা মঞ্চে। ৭ জন জুনিয়র ডাক্তার আমরণ অনশনে বসেছেন সেখানে। তাঁদের সমর্থনে ৬ অক্টোবর কয়েকজন সিনিয়র ডাক্তারও ২৪ ঘণ্টার অনশন পালন করেন। তবে এবার রাজ্য জুড়ে আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয় ধর্মতলার ধরনা মঞ্চ থেকে। এই আবহে আজ রাজ্য জুড়ে সব জুনিয়র ডাক্তাররা ১২ ঘণ্টার প্রতীকী অনশন ধর্মঘট পালন করছেন।

    এই আবহে গতকালই ধর্মতলার ধরনা মঞ্চ থেকে পঞ্চমীতে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। জানানো হয়, ৮ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসবেন সব মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। তাঁদের সঙ্গে অনশন করবেন সিনিয়র চিকিৎসক, নার্সরা এবং স্বাস্থ্যকর্মীরাও। এদিকে মঙ্গলবার পঞ্চমী তিথিতে জুনিয়র ডাক্তাররা একটি মহামিছিলের ডাক দিয়েছেন। ঘোষণা করা হয়, ৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টের সময় কলেজ স্কোয়্যার থেকে অনশন মঞ্চ পর্যন্ত মিছিল করা হবে। সেই মিছিলে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি নাগরিক সমাজকে যোগদান করতে আহ্বান করা হয়েছে। এছাড়াও জুনিয়র ডাক্তারদের আবেদন, মানুষ পুজো দেখতে বেরিয়ে যেন 'তাঁদের মণ্ডপও' একবার হলেও দেখে যান।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)