• পঞ্চমীতে ডাক্তাদের মহামিছিলে 'না' পুলিশের, অভিযোগ জলের গাড়ি আটকানোর
    হিন্দুস্তান টাইমস | ০৮ অক্টোবর ২০২৪
  • গতকালই জুনিয়র ডাক্তাররা ঘোষণা করেছিলেন, আজ পঞ্চমীতে মহামিছিল করবেন তাঁরা। তাতে সাধারণ মানুষকে অংশ নিতে আহ্বান করেছিলেন তাঁরা। সেই মিছিলের অনুমতি চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তবে পুজোর আবহে জানযটের আশঙ্কার কথা বলে সেই মিছিলের অনুমতি দিল না কলকাতা পুলিশ। শুধু তাই নয় ধর্মতলায় ধরনাস্থলে যে ডাক্তারদের বসার অনুমতি নেই, সেই কথাও মনে করিয়ে দেওয়া হয়। এই আবহে পুলিশ বিকল্প রুটে মিছিল করতে বলেন চিকিৎসকদের। বলা হয়, কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলার অনশন মঞ্চের বদলে পুলিশের প্রস্তাব, মিছিল হোক কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত। এরই সঙ্গে আজ পুলিশের বিরুদ্ধে ডাক্তারদের জন্যে যাওয়া জলের গাড়ি আটকানোর অভিযোগ উঠেছে। সেই অভিযোগ উঠতেই ঘটনাস্থলে পৌঁছে যান চিকিৎসকরা।


    জুনিয়র ডাক্তারদের অনশন চলছে ধর্মতলার ধরনা মঞ্চে। ৭ জন জুনিয়র ডাক্তার আমরণ অনশনে বসেছেন সেখানে। তাঁদের সমর্থনে ৬ অক্টোবর কয়েকজন সিনিয়র ডাক্তারও ২৪ ঘণ্টার অনশন পালন করেন। তবে এবার রাজ্য জুড়ে আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয় ধর্মতলার ধরনা মঞ্চ থেকে। এই আবহে আজ রাজ্য জুড়ে সব জুনিয়র ডাক্তাররা ১২ ঘণ্টার প্রতীকী অনশন ধর্মঘট পালন করছেন।


    গতকালই ধর্মতলার ধরনা মঞ্চ থেকে পঞ্চমীতে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। জানানো হয়, ৮ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসবেন সব মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। তাঁদের সঙ্গে অনশন করবেন সিনিয়র চিকিৎসক, নার্সরা এবং স্বাস্থ্যকর্মীরাও। এদিকে মঙ্গলবার পঞ্চমী তিথিতে জুনিয়র ডাক্তাররা একটি মহামিছিলের ডাক দিয়েছেন। ঘোষণা করা হয়, ৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টের সময় কলেজ স্কোয়্যার থেকে অনশন মঞ্চ পর্যন্ত মিছিল করা হবে। সেই মিছিলে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি নাগরিক সমাজকে যোগদান করতে আহ্বান করা হয়েছে। তবে ডাক্তারদের প্রস্তাবিত রুটে মিছিলের অনুমতি দিল না পুলিশ। 


    এদিকে এই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে ষষ্ঠীতে গোটা দেশে প্রতিবাদের ঝাঁঝ আছড়ে পড়তে চলেছে। আগামিকাল, ষষ্ঠীতে গোটা দেশে চলবে অনশন। রিপোর্ট অনুযায়ী, জুনিয়র ডাক্তাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এদিকে ষষ্ঠী, ৯ অক্টোবর হল আরজি কর কাণ্ডের দুই মাস পূর্তির দিন। এই আবহে সেদিন দেশ জুড়ে চিকিৎসকদের অনশন ধর্মঘটের ডাক দিয়েছে চিকিৎসকদের সর্বভাভারতীয় সংগঠন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)