খয়রাশোলের বিস্ফোরণে ২ জনের দেহের DNA টেস্ট, শোকস্তব্ধ গোটা এলাকা
এই সময় | ০৯ অক্টোবর ২০২৪
বীরভূমের খয়রাশোলে ব্লকের ভাদুলিয়ায় বুস্টার ভ্যানে বিস্ফোরণ ঘটে মৃত্যু হয়েছে মোট ৮ জনের। মঙ্গলবার দেহগুলির ময়নাতদন্ত করা হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। যদিও, দু’জনের দেহ শনাক্ত করা যায়নি। সেই কারণে, ডিএনএ টেস্টের জন্য দু’জনের দেহাংশ পাঠানো হচ্ছে দুর্গাপুরে। অন্যদিকে, মঙ্গলবার সরকারের তরফে মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয়।ময়নাতদন্তের পর জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা বাস্তবপুর দেবগঞ্জে যান। সেখানে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। এই বাস্তবপুরের গ্রাম থেকেই ৪ জনের মৃত্যু হয়েছে। গ্রামে জুড়ে শুধুই কান্নার রোল। ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা। গ্রামে যান রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী৷ মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। মৃতদের পরিবারকে সরকারের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়।
সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন । তবে, ছ’জন ছাড়া, ওই দুই পরিবারের দেহ শনাক্ত করার পরেই আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, সোমবার বীরভূমের খয়রাশোল ব্লকে বিস্ফোরক বোঝাই গাড়িতে (বুস্টার ভ্যান) বিস্ফোরণের জেরে ৮ জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিমের সদস্যরা। জায়গাটিকে ঘিরে দেওয়া হয়েছে। খোলা মুখ কয়লা খনিতে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।