রোগীমৃত্যুতে মহিলা চিকিৎসক ও নার্সদের নিগ্রহের অভিযোগ উঠল রায়গঞ্জ মেডিক্যালেও! গ্রেফতার দুই
আনন্দবাজার | ০৮ অক্টোবর ২০২৪
চিকিৎসক-নার্সদের নিরাপত্তার দাবিতে কলকাতা ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন সাত জন জুনিয়র চিকিৎসক। সেই আবহে ফের চিকিৎসক ও নার্সদের নিগ্রহের অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ, রোগীর মৃত্যুতে ওই তাঁর পরিবারের লোকেরা দল বেঁধে হাসপাতালে মহিলা চিকিৎসক ও নার্সদের মারধর করেছেন। রায়গঞ্জ থানায় এ নিয়ে একটি অভিযোগও দায়ের হয়েছে। তার ভিত্তিতে গ্রেফতারও হয়েছেন দু’জন।
আরজি কর-কাণ্ডে যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনে জুনিয়র ডাক্তারদের অন্যতম দাবিই হল হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা নিশ্চিত করা। জুনিয়র ডাক্তারদের ওই আন্দোলনের মধ্যেও রাজ্যের নানা হাসপাতালে চিকিৎসক-নার্সদের নিগ্রহের অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনার সাগর দত্ত হাসপাতালে চিকিৎসক নিগ্রহের অভিযোগও শোরগোল ফেলেছিল রাজ্যে। ক্ষোভে ফেটে পড়েছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। এ বার একই অভিযোগ উঠল রায়গঞ্জ মেডিক্যালেও। অভিযোগ, এক রোগীর মৃত্যুর পর তাঁর পরিবারের লোকেরা হাসপাতালে ঢুকে তাণ্ডব করেন। ১৫-২০ জনের একটি দল ভিতরে ঢুকে মহিলা চিকিৎসক ও নার্সদের মারধর, ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ।
চিকিৎসক-নার্সদের নিগ্রহের অভিযোগে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ধৃতদের মঙ্গলবারই রায়গঞ্জ জেলা আদালতে পেশ করানোর কথা ছিল পুলিশের। অভিযুক্তেরা অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন।