• TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ!
    হিন্দুস্তান টাইমস | ০৯ অক্টোবর ২০২৪
  • আপাত নিরীহ একটা সাদা রঙের কুপন। তাতে তৃণমূলের প্রতীকের স্ট্যাম্প দেওয়া রয়েছে। এই পর্যন্ত ঠিকই ছিল। এরপর দেখা যায় সেই কুপনে লেখা একটি মদ। আর ব্র্যাকেটে লেখা বাংলা। এই কুপনের ছবি ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। 

    প্রাথমিকভাবে দাবি করা হচ্ছে এই কুপনটি আসলে হাওড়ার উদয়নারায়ণপুরের। তৃণমূলের দাবি, এটা বন্যাত্রাণের কুপন। উদয়নারায়ণপুরে ত্রাণ বিলির জন্য দলের পক্ষ থেকে ও অঞ্চল সভাপতির সই সহ ফাঁকা কুপন দেওয়া হয়েছিল। সেই কুপন কোনওভাবে বিজেপির লোকজনের হাতে চলে গিয়েছিল। আর তারপরই তৃণমূলের বদনাম করার জন্য সেই কুপনে কারসাজি করা হয়েছে বলে ঘাসফুল শিবিরের দাবি। 

    তবে এই কুপনকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। হাসাহাসিও চলছে চরমে। সূত্রের খবর, এটি তৃণমূলের পাঁচারুল অঞ্চল কমিটির স্ট্যাম্প। সেখানে একটি সইও আছে। তবে কার সই সেটা বোঝা যাচ্ছে না। পাশে লেখা রয়েছে মদ একটি। তবে হিন্দুস্তান টাইমস বাংলা এই কুপনের সত্যতা যাচাই করতে পারেনি। 

    বিজেপির দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ যুক্ত নয়। পুরোটাই তৃণমূলের ব্যাপার। রবিবার উদয় নারায়ণপুর কেন্দ্র তৃণমূল সভাপতি সমরেশ চোঙদারের জন্মদিন ছিল। সেই উপলক্ষে পার্টি অফিসে একটা প্রোগ্রাম ছিল। সেখানে এই কুপন দেওয়া হয়েছিল। এক বোতল করে বাংলা মদ এই কুপন দেখালেই পাওয়া যেত। কোনও একটি জায়গায় এই কুপন দেখানোর জন্য দেওয়া হয়েছিল। 

    তবে তৃণমূল নেতৃত্বের দাবি, পুরোটাই বিজেপির চক্রান্ত। বন্যাত্রাণের কুপন বিলি করা হয়েছিল। তারই কোনও ফাঁকা কুপন কোনওভাবে বিজেপির কাছে চলে যায়। এরপর বিজেপি তাতে কারসাজি করেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও ব্যাপার নেই। তবে বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চায়নি। তাদের দাবি, এসব কাজ তারা করেনি। তবে এবার প্রশ্ন কুপনে বাংলা মদ লিখল কে? 

    তবে এই ছবি ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় তৃণমূলের নীচুতলার মধ্যেও।  
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)