• বাইপাসে ভাঙল বিজ্ঞাপনী কাঠামো, ব্যস্ত সময়ে তীব্র যানজট
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ই এম বাইপাসে মেট্রোপলিটন মোড়ের উল্টোদিকের রাস্তায় ভেঙে পড়ল পুজোর জন্য তৈরি  অস্থায়ী বিজ্ঞাপনী কাঠামো। ফুটপাতে দাঁড় করানো সেই  বাঁশের কাঠামোর একটা বড় অংশ রাস্তায় ভেঙে পড়ে। যার জেরে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাইপাসে তৈরি হয় তীব্র যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে আসে এজেন্সি ও কলকাতা পুরসভার টিম। ভেঙে পড়া কাঠামো সরানো হয়। তবে গোটা ঘটনার জেরে বেশ কয়েক ঘণ্টা যানজটে ভুগতে হয়েছে বাইপাসের নিত্যযাত্রীদের। যান চলাচল স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যায় বলেও অভিযোগ।

    বাইপাসের মেট্রোপলিটন থেকে চিংড়িঘাটা যাওয়ার রাস্তার দু’দিকে রয়েছে প্রশস্ত ফুটপাত। সেখানে লম্বা বাঁশের চারকোনা কাঠামো তৈরি করে তার উপর ফ্রেম বানিয়ে লাগানো হয়েছে বিভিন্ন সংস্থার বিজ্ঞাপন। সেখানেই একটি বিজ্ঞাপন এদিন ভেঙে পড়ে। যার জেরে মেট্রোপলিটন মোড়ে চিংড়িঘাটা থেকে রুবিগামী রাস্তার একটা লেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিজ্ঞাপনটি এতটাই বড় ছিল যে প্রায় রাস্তাজুড়ে সেটি ভেঙে পড়ে। খবর পেয়ে সেটি সরাতে এজেন্সি ও পুরসভার টিম এলেও কাজ শেষ করতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। পরে ভেঙে পড়া অংশ তুলে সেই বাঁশের কাঠামো ক্রেন দিয়ে ঠেকা দেওয়া হয়। ঘটনার জেরে এদিন সকাল ১১টা থেকে দেড়টা-দুটো পর্যন্ত যানচলচলে বিঘ্ন ঘটে বাইপাসে। বাগুইআটির বাসিন্দা শুভাঞ্জন ঘোষের কথায়, ‘উল্টোডাঙা থেকে সায়েন্স সিটি পৌঁছতেই ঘণ্টা খানেকের বেশি সময় লেগে গেল।’ অফিস টাইমে এমন ঘটনা ঘটনায় স্বাভাবিকভাবে দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। সেই সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েও ভোগান্তি হয়েছে আমজনতার। বেঙ্গল ক্যামিক্যাল, কাদাপাড়া, স্টেডিয়াম, বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে শুরু করে চিংড়িঘাটা পর্যন্ত লম্বা গাড়ির লাইন পড়ে যায়। 

    বাইপাসের এই ঘটনা প্রসঙ্গে পুরসভার বিজ্ঞাপন বিভাগ জানিয়েছে, হোর্ডিংগুলি সবটাই অস্থায়ী। তার জন্য আলাদা করে কোনও অনুমতি নেওয়া হয় না। তবে, এমন ধরনের বড় বিজ্ঞাপন লাগানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার। পুজোর বিজ্ঞাপন থেকে গত কয়েক বছর ধরে কোনও ফি নেওয়া হয় না। ফলে, পুজো কমিটি থেকে শুরু করে এজেন্সি সবটাই নিজেরা খেয়ালখুশি মতো বিজ্ঞাপন লাগায়। তবে, ব্যস্ত সময়ে এমন ঘটনা ঘটলেও বড় কোনও বিপদ ঘটেনি এটাই বাঁচোয়া।
  • Link to this news (বর্তমান)