চাকদহে মামাবাড়ি বেড়াতে এসে মর্মান্তিক দুর্ঘটনা, পুকুরে তলিয়ে মৃত্যু ৩ শিশুর
বর্তমান | ০৯ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, কল্যাণী: পুজো শুরুর আগেই মর্মান্তিক দুর্ঘটনা। চাকদহ সংলগ্ন গ্রামের পুজো বদলে গেল বিষাদে। পুকুরে স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে মৃত্যু হল তিন নাবালক-নাবালিকার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে চাকদহ ব্লকের রাওতাড়ি পঞ্চায়েতের একতারপুরে। পঞ্চমীর সকালে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের নাম নিশি বিশ্বাস (১০), দীপ্ত বিশ্বাস (৭) ও ঋক দাস (৭)। দীপ্তর বাড়ি নৈহাটির রেল কলোনিতে ও নিশির বাড়ি অশোকনগর। ঋকের বাড়ি একতারপুর গ্রামের মাঠপাড়া।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীপ্ত ও নিশি পুজোর ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসেছিল পরিবারের সঙ্গে। সকালে মামাতো ভাই ঋককে নিয়ে তারা কাউকে কিছু না জানিয়ে বাড়ির কাছেই একটি জলাশয়ে স্নান করতে নামে। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজ শুরু করে তাদের। পরে স্থানীয় এক মহিলা মারফত পরিবার ও এলাকার লোক জানতে পারে পুকুরে স্নান করতে নেমেছে তারা। এরপরই তড়িঘড়ি পুকুরে নেমে দেহের খোঁজে গ্রামবাসীরা তল্লাশি শুরু করেন। প্রথমে একজনকে উদ্ধার করা হয়। পরে জাল ফেলে আরও দু’জনকে উদ্ধার করা হয়। তিনজনকেই চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দেহগুলি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি চাকদহ থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ দে বলেন, কীভাবে এই ঘটনা ঘটেছে আমরা বুঝতে পারছি না। খবর পেয়ে ছুটে এসে দেখি সব শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে, দীপ্তর মা বলেন, আমরা ছেলে বায়না করাতে নৈহাটি থেকে একতারপুরে আসি। ছেলের বায়নাটাই কাল হল। সবকিছু শেষ হয়ে গেল।