• দীর্ঘদিন স্কুলে না এসেই বেতন নিচ্ছেন শিক্ষিকা, মিড ডে মিলেও বেনিয়ম
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্কুলে না এসেও দিনের পর দিন বেতন নেওয়ার অভিযোগ এক শিক্ষিকার বিরুদ্ধে। পাশাপাশি মিড ডে মিলেও কারচুপির অভিযোগ ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অশোকনগর দেশবন্ধু জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ে এই অভিযোগ নিয়ে তীব্র গোলযোগ তৈরি হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষাদপ্তর ও জেলা প্রশাসন।

    জানা গিয়েছে, অশোকনগরের ওই স্কুলে রোজ মিড ডে মিলের খাবার খায় প্রায় ২০০ জনের মতো পড়ুয়া। কিন্তু অভিযোগ, তার চেয়ে অনেক বেশি পড়ুয়ার হিসেব দেখাচ্ছেন প্রধান শিক্ষক। চলতি সপ্তাহে এনিয়ে তদন্তে আসেন দপ্তরের কর্তারা। এদিকে, ওই বিদ্যালয়ের শিক্ষিকা নন্দিতা দে বিশ্বাসের বিরুদ্ধে তাঁরই কয়েকজন সহকর্মী গরহাজির থাকা ও ক্লাস না নেওয়ার অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, ক্লাস নেন না নন্দিতাদেবী, অথচ বেতন নিচ্ছেন।

    বিদ্যালয়ের এক শিক্ষক রূপক দত্ত বলেন, মিড ডে মিল নিয়ে প্রধান শিক্ষক বেনিয়ম করছেন। আর শিক্ষিকা নন্দিতাদেবী স্কুলেই আসেন না, ক্লাস নেন না। কিন্তু হাজিরার খাতা বাড়িতে নিয়ে গিয়ে সই করছেন। অভিযোগ উড়িয়ে বিদ্যালয়ের শিক্ষিকা নন্দিতা দে বিশ্বাস বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। অন্যায়ের প্রতিবাদ করেছিলাম বলেই আমাকে অপমান করা হচ্ছে। স্কুলে গেলেও আমাকে ক্লাস নিতে দেওয়া হয় না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু বিশ্বাসও সব অভিযোগ অস্বীকার করেছেন। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, বিষয়টি আমিও শুনেছি। এটা কাম্য নয়। তদন্ত করে ব্যবস্থা নেবে দপ্তর।
  • Link to this news (বর্তমান)