নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বউবাজার এলাকায় জাল নথি দিয়ে একটি বড় জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। আদালত সূত্রের খবর, জাল দলিল, পড়চা সহ অন্যান্য একাধিক নথি জাল করে ওই জমি হাত বদলের অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্তে নেমে পুলিস বেশ কিছু ভুয়ো নথি উদ্ধার করেছে। শুধু তাই নয়, যে সব সরকারি জায়গায় ওই নথি পেশ করা হয়েছে, পুলিস সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। সরকারি কৌঁসুলি জানান, ‘পুলিস যে সব নথিপত্র উদ্ধার করেছে, তার সত্যতা যাচাই করতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলেই এ বিষয়ে আরও তথ্য জানা যাবে।’