নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধাননগরের বি কে ব্লকে স্বেচ্ছাসেবী সংস্থা বা এনজিও পরিচালিত একটি সেন্টারে ২০টি শিশু ডেঙ্গু আক্রান্তের খবর মিলেছে। গত ৫ অক্টোবর থেকে একই জায়গায় বার বার ডেঙ্গু আক্রান্তের খবর মিললেও বিধাননগর পুরসভা সেভাবে গা করেনি বলে অভিযোগ। তবে সংশ্লিষ্ট মহল জানাচ্ছে, দেরিতে হলেও ঘুম ভেঙেছে বিধাননগর পুর কর্তৃপক্ষের। আজ, বুধবার ওই আবাসিক এনজিওতে যাচ্ছেন বিধাননগরের পুর কমিশনার ও চিফ হেলথ অফিসার। জানা গিয়েছে, গত ৫ অক্টোবর প্রথম ডেঙ্গু আক্রান্ত ধরা পড়ে সেখানে। তারপর সোম এবং মঙ্গলবার মিলিয়ে মোট ১০ জন শিশু ডেঙ্গু পজেটিভ হয়। বিধাননগর মহকুমা হাসপাতালে তাদের পরীক্ষা হয়েছিল। খবর পেয়ে মঙ্গলবার ওই এনজিওতে যায় বিধাননগর পুরসভার ভেক্টর কন্ট্রোল বিভাগের টিম। তারপর ১১২ জন শিশুকে চেকআপ করা হয়। তার মধ্যে ১৮টি শিশুর ডেঙ্গু টেস্ট করা হয়েছিল। সেখানে আরও ১০টি শিশুর নতুন করে ডেঙ্গু ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে দু’জন বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি ছিল। তার মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু অপর শিশুটির বারবার খিঁচুনি হচ্ছিল বলে তাকে এন আর এস মেডিক্যাল কলেজের শিশু বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকদের সন্দেহ, ৯ বছর বয়সি ওই শিশুর ডেঙ্গুর পাশাপাশি ভাইরাল মেনিনজাইটিস হয়েছে।