• ৫০টি মোবাইল ফেরাল পুলিস
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, বনগাঁ: হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল গাইঘাটা থানার পুলিস। মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে ৫০ জনের হাতে মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর পুলিস সুপার দীনেশ কুমার। পুলিস সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন নিয়ে যে অভিযোগ করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তদন্ত করে সেগুলিকে রাজ্য এবং ভিন রাজ্য থেকে উদ্ধার করে গাইঘাটা থানার পুলিস। এরপর সেগুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয় এদিন। হারিয়ে যাওয়া ফোন হাতে পেয়ে খুশি প্রাপকরা।
  • Link to this news (বর্তমান)