• মাছ ধরার জাল থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয়ের মৃতদেহ, চাঞ্চল্য
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: এক অজ্ঞাতপরিচয়ের মৃতদেহ মিলল মাছ ধরার জাল থেকে। নামখানার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার কালিস্থান এলাকার ঘটনা। মৃতের আনুমানিক বয়স ৪৫। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এক স্থানীয় বাসিন্দা কালিস্থানের কাছে মাছ ধরার জন্য নদীতে জাল পেতেছিলেন। মাছ ধরার জালটি যখন তিনি নদী থেকে টেনে উপরে তোলেন, তখনই দেখেন মৃতদেহটি জালের মধ্যে জড়িয়ে। খবরে দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। মৃত ব্যক্তির পরিচয় ও কীভাবে তাঁর মৃত্যু হল, পুলিস তার তদন্ত করছে।
  • Link to this news (বর্তমান)