লুটপাটের ঘটনায় রাজ্যের আর্জি খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ
বর্তমান | ০৯ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিস ও র্যাফের মদতে আগরপাড়া জুটমিলের মালপত্র লুট করে জমি দখলের চেষ্টা হয়েছিল। এই অভিযোগে দায়ের হওয়া মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার। মঙ্গলবার বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। কিন্তু সেই আবেদন নাকচ করে রাজ্যকে ফের ওই সিঙ্গল বেঞ্চে বা পূজাবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্য, ‘এবার সিবিআইকে হয়তো এরাজ্যের জন্য পৃথক ইউনিট গড়তে হবে।’
গত ৩ আগস্ট আগরপাড়া জুটমিলে লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগ ছিল, দুষ্কৃতীদের সঙ্গে পুলিস যোগসাজস করে ওই লুটপাট চালিয়েছিল। উদ্দেশ্য ছিল জমি দখল করা। এই ঘটনায় দায়ের হওয়া মামলার দীর্ঘ শুনানির পর বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দেয়। মামলার সমস্ত নথি সিবিআইকে দু’দিনের মধ্যে হস্তান্তরেরও নির্দেশ দেন বিচারপতি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য।