• আসেনি ইস্তফাপত্র, স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা নিয়ে বৈঠক নবান্নে
    এই সময় | ০৯ অক্টোবর ২০২৪
  • এই সময়: আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সমর্থনে আরজি কর হাসপাতালের সিনিয়ররা গণইস্তফা দিলেও, তার কোনও নথি প্রশাসনের কাছে পৌঁছয়নি। মঙ্গলবার নবান্ন এবং স্বাস্থ্যভবনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, কোনও চিকিৎসকের ইস্তফাপত্র তারা পায়নি। এ দিন স্বাস্থ্যবিষয়ক একটি রিভিউ মিটিং হয় নবান্নে।সেখানে কলকাতার চারটি মেডিক্যাল কলেজের মেডিক্যাল সুপার তথা উপাধ্যক্ষদের ডাকা হয়েছিল। বৈঠকটি ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবারই মুখ্যসচিব জানান, মেডিক্যাল কলেজ-সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত পর্যালোচনা বৈঠক হবে।

    সেই বৈঠক শুরুর আগেই স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে নবান্নে ডাকা হয়। এতে ধারণা করা হয়েছিল, চিকিৎসকদের গণইস্তফা নিয়েই বৈঠকে আলোচনা হবে। তবে নবান্ন এবং স্বাস্থ্য ভবন—দু’তরফ থেকেই জানিয়ে দেওয়া হয়, ওই বিষয় নিয়ে কোনও আলোচনাই হয়নি। কারণ, কোনও ইস্তফাপত্র তাদের কাছে আসেনি।

    এ দিনের বৈঠকে জেলার মেডিক্যাল কলেজের সুপার তথা উপাধ্যক্ষরাও ভার্চুয়ালি হাজির ছিলেন। বৈঠকে মূলত নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। সোমবারই মুখ্যসচিব জানিয়েছিলেন, তাঁরা যে আশ্বাস দিয়েছিলেন, ১০ তারিখের মধ্যে তার ৯০ শতাংশ কাজ হয়ে যাবে। সেই কাজ যাতে দ্রুত করা যায়, মূলত সেই বিষয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। মেডিক্যাল কলেজগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, ওই সময়ে কাজ যাতে শেষ হয়, তা নিশ্চিত করতে হবে।
  • Link to this news (এই সময়)