• জঙ্গিপুরে চিকিৎসার গাফিলতিতে রোগী-মৃত্যুর অভিযোগ, উত্তেজনা
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, জঙ্গিপুর: চিকিৎসায় গাফিলতির জেরে রোগী-মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। গতকাল, মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।

    পুলিস সূত্রে খবর, মৃতার নাম শিল্পা খাতুন (২২)। তাঁর বাড়ি রঘুনাথগঞ্জ থানার কাশিয়াডাঙার দিঘিরপাহাড়ে। মঙ্গলবার দুপুরে প্রসব যন্ত্রণা নিয়ে শিল্পাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু প্রসবের পরই তাঁর রক্তক্ষরণ শুরু হয়। অভিযোগ, সেলাই কেটে যাওয়ার কারণেই এই ঘটনা ঘটে। পুনরায় সেলাই করার সময় শিল্পার মৃত্যু হয় বলে দাবি তাঁর পরিবারের লোকজনের।

    তাঁদের আরও দাবি, সঠিকভাবে চিকিৎসা না হওয়ায় শিল্পার মৃত্যু হয়েছে। এরপরই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। হাসপাতালের এক গার্ডকেও হেনস্তা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিস। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে মৃতার দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হয় বলে পুলিস সূত্রে খবর। তবে হাসপাতালের তরফ থেকে এই অভিযোগকে অস্বীকার করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)