• পুজোয় খুশির খবর চা বাগানে
    বর্তমান | ০৯ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, জলপাইগুড়ি: পুজোয় খুশির খবর চা বাগানে। চা বাগানের উন্নয়নে ৬৬৪ কোটি ৯ লক্ষ টাকার প্রকল্প হাতে নিল কেন্দ্র। ‘টি বোর্ড ইন্ডিয়া’র তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দু’বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করা হবে। জানা গিয়েছে, চা বাগানে নতুন করে গাছ লাগানো, চা গাছের নার্সারি নির্মাণ, চা বাগানের মাটি পরীক্ষা, চায়ের গুণমান যাচাইয়ের জন্য ল্যাবরেটরি নির্মাণ সহ একাধিক বিষয় প্রকল্পটিতে রয়েছে। ক্ষুদ্র চা চাষিরাও যাতে এই প্রকল্পের সুবিধা নিতে পারেন সে দিকেও নজর রাখা হয়েছে। মূলত চায়ের উন্নয়ন ও প্রসারের লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগটি নেওয়া হয়েছে বলে টি বোর্ডের তরফে জানানো হয়েছে। পাশপাশি, স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে মহা সঙ্ঘ তৈরি করে তারা যাতে ছোট ছোট চা কারখানা গড়ে তুলতে পারে সেই সুযোগও প্রকল্পটিতে রাখা হয়েছে। জানা গিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে উন্নত মানের চা পাতা উৎপাদনে চা বাগানে প্রশিক্ষণ কেন্দ্রও গড়ে তোলা হবে।
  • Link to this news (বর্তমান)