সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর থানা কর্মরত এক সিভিক ভলায়ন্টিয়ারের পথ দুর্ঘটনায় মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃত সিভিকের নাম অসীম রায় (৩৫)। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়। সোমবার মধ্যরাতে বেলবাড়ি এলাকায় তিনি বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারেন। তিনি ঘটনায় গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। মৃতের পরিবার জানিয়েছে, অসীমবাবু গঙ্গারামপুর থানার ট্রাফিক বিটে কর্মরত ছিলেন। সিভিকের কাজের ফাঁকে তিনি অনলাইনে ডেলিভারির কাজ করতেন। পুজোর আগে তাঁর মৃত্যুতে মর্মাহত গঙ্গারামপুর থানার পুলিস ও সিভিকরা। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিস।