সংবাদদাতা, কালিয়াচক: জালনোট পাচার চক্রে যুক্ত থাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিস। ধৃত কৃষ্ণ ঘোষের বাড়ি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রায়পুরা গ্রামে।পুলিস জানিয়েছে, মাস দুয়েক আগে লক্ষাধিক টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বৈষ্ণবনগর থানার পুলিসের একটি দল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে কৃষ্ণের নাম উঠে আসে। তখন থেকেই সে পলাতক ছিল। সোমবার রাত্রে দেওনাপুর এলাকা থেকে কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিস। মঙ্গলবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ২১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।