পঞ্চমীর সন্ধ্যায় ভরা বাজারে যুবককে পিটিয়ে খুন, গ্রেফতার তৃণমূল নেতা
হিন্দুস্তান টাইমস | ০৯ অক্টোবর ২০২৪
তৃণমূলের গুন্ডামির নৃশংস শিকার হলেন এক নিরীহ মানুষ। সামান্য বচসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূল নেতা ও তার দলবলের বিরুদ্ধে। পঞ্চমীর সন্ধ্যায় আরামবাগ শহরের পুরাতন বাজারের ঘটনা। নিহত দেবাশিস আশ আরামবাগের শ্রীনিকেতন পল্লির বাসিন্দা। অভিযুক্ত তৃণমূল নেতা হেমন্ত পালকে গ্রেফতার করেছে আরামবাগ থানার পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পুরাতন বাজারে কোনও কাজে এসেছিলেন দেবাশিসবাবু। সেখানে তিনি দেখেন, ভাইপো সায়ন চক্রবর্তীর সঙ্গে তৃণমূলের আরামবাগ পুরসভার ৪ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি হেমন্ত পালের বচসা হচ্ছে। বিষয়টি মিটমাট করতে গেলে দেবাশিসকে লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল নেতা ও তার অনুগামীরা। মাথার পিছনে গুরুতর আঘাত পান দেবাশিস। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। ভাইপো ও স্থানীয়রা মিলে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পুজোর দিনে ভর সন্ধ্যায় ভরা বাজারে পিটিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শহরে। স্থানীয়দের দাবি, হেমন্ত পাল একটা গুন্ডা ও তোলাবাজ। দলীয় প্রভাব খাটিয়ে তোলাবাজি করে বেড়ানোই তার কাজ। দীর্ঘদিন তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন তিনি। সম্প্রতি ওয়ার্ড কমিটির সভাপতি হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আরামবাগ থানার ওসিসহ পুলিশবাহিনী। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের কড়া শাস্তি দাবি করেছে বিজেপি।