‘হিন্দুরা একজোট না হলে ক'দিন পর দুর্গার জায়গায় মুখ্যমন্ত্রীর পুজো করতে বলবে TMC’
হিন্দুস্তান টাইমস | ০৯ অক্টোবর ২০২৪
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দুদের অনুষ্ঠান নিয়ে ছেলেখেলা করার অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মঙ্গলবার সিউড়িতে শ্যামাপ্রসাদ স্মারক স্মৃতি সমিতির উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোয় উপস্থিত হয়ে একথা বলেন তিনি। পুজোয় উপস্থিত হলেও পূর্বঘোষণা মতো মণ্ডপ উদ্বোধন করেননি তিনি। এদিন সুকান্তবাবু বলেন, হিন্দুরা একজোট না হলে এর পর থেকে মা দুর্গার বদলে মুখ্যমন্ত্রীকে পুজো করতে বলবে তৃণমূল।
এদিন রাজ্য প্রশাসনকে কটাক্ষ করে সুকান্তবাবু বলেন, ‘প্রশাসন স্পষ্ট বলে দিয়েছে যে ৮৫ হাজার টাকা পেতে গেলে আরজি করের থিম করা যাবে না। এবং মুখ্যমন্ত্রীর সহাস্য ছবি লাগাতে হবে। এখন তো বাঙালির এমন অবস্থা হয়ে গেছে, বিভিন্ন জায়গায় দুর্গোৎসবের ব্যানার দেখলাম বীরভূম জেলাতে ঢুকতে ঢুকতেই। সেসব জায়গায় মা দুর্গার মুখ ছোট, মুখ্যমন্ত্রীর মুখ বড় হয়ে গেছে। মা দুর্গার জায়গায় মনে হয় এর পর মুখ্যমন্ত্রীরই পুজো করতে বলবে তৃণমূল কংগ্রেসের নেতারা। বাঙালি হিন্দুর উৎসবের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরণের ছেলেখেলা বহুবার করেছেন। এখনও করছেন, কারণ হিন্দুরা একত্রিত নয়। যেদিন একত্রিত হবে সেদিন ভয়ে মুখ্যমন্ত্রী করবে না।'
সুকান্তবাবু বলেন, 'মুখ্যমন্ত্রী বলেন, আমি প্রতিবারই ইদের নমাজে আসি। উনি এটা বলতে বাধ্য হন। কারণ আমাদের পশ্চিমবঙ্গের মুসলিম ভাইয়েরা একত্রিত হয়ে ভোট করেন। মুখ্যমন্ত্রীর পক্ষে এখন ভোট করছে তারা। সেরকম যখন হিন্দুরা একত্রিত হয়ে ভোট করবে তখন মাননীয়া মুখ্যমন্ত্রীও ছেলেখেলা করতে পারবে না পুজো আর্চা দিয়ে। অন্য ধর্মের পুজো আর্চাকে উনি সম্মান করছেন, আমরা বলছি খুব ভালো কথা। কিন্তু হিন্দু ধর্মের পুজো আর্চা সংস্কৃতিকেও আপনাকে সম্মান করতে হবে।’