পুজোয় নয়া কর্মসূচি ডাক্তারদের, ষষ্ঠীতে কলকাতা জুড়ে 'অভয়া পরিক্রমা'
হিন্দুস্তান টাইমস | ০৯ অক্টোবর ২০২৪
ধর্মতলার ধরনা মঞ্চ ৭ জনের আমরণ অনশন চলছে। এরই মাঝে গতকাল মহামিছিল হয়েছিল ডাক্তারদের আহ্বানে। সেই মিছিলের পরই আন্দোলনকারী চিকিৎসকদের তরফ থেকে দেবাশিস হালদার ঘোষণা করেন যে ষষ্ঠীতে কলকাতা জুড়ে 'অভয়া পরিক্রমা' করা হবে। এছাড়াও আজ সকালে আরজি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতার স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। এই রক্তদান শিবিরের পরই উত্তর থেকে দক্ষিণ কলকাতায় ম্যাটাডোরে করে আরজি কর এবং জয়নগরের নির্যাতিতাদের প্রতীকী মূর্তি নিয়ে বিভিন্ন পুজো মণ্ডপে যাওয়া হবে। সেখানে হবে চিকিৎসকদের ১০ দফা দাবি সম্বলিত লিফলেট।
এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, 'আরজি করের সিনিয়র চিকিৎসকদের গণইস্তফা আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। এসএসকেএম এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তারেরাও ২৪ ঘণ্টা সময় দিয়েছেন। তাঁরাও গণইস্তফা দিতে পারেন। বড়দের এই পদক্ষেপ আমাদের সাহস জোগাচ্ছে। আমাদের আন্দোলনে পাশে দাঁড়াতেই আমাদের সিনিয়েরা গণইস্তফার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কিন্তু, আমরা শুনছি, তার পর থেকেই তাঁদের উপর প্রশাসনিক চাপ সৃষ্টি করা হচ্ছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব। যদি সত্যি তেমন কিছু হয় তবে আমাদের আন্দোলন তীব্রতর হবে।' আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, এটা আন্দোলন বনাম উৎসব নয়, তাঁরা আন্দোলনের উৎসব করছেন। তাঁদের অভিযোগ, সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আন্দোলনকে উৎসবের 'প্রতিপক্ষ' হিসেবে তুলে ধরতে চাইছে।
উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের অনশন চলছে ধর্মতলার ধরনা মঞ্চে। ৭ জন জুনিয়র ডাক্তার আমরণ অনশনে বসেছেন সেখানে। তাঁদের সমর্থনে ৬ অক্টোবর কয়েকজন সিনিয়র ডাক্তারও ২৪ ঘণ্টার অনশন পালন করেন। তবে এবার রাজ্য জুড়ে আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয় ধর্মতলার ধরনা মঞ্চ থেকে। আর সেই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে ষষ্ঠীতে গোটা দেশে প্রতিবাদের ঝাঁঝ আছড়ে পড়তে চলেছে।
রিপোর্ট অনুযায়ী, জুনিয়র ডাক্তাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এদিকে ষষ্ঠী, ৯ অক্টোবর হল আরজি কর কাণ্ডের দুই মাস পূর্তির দিন। এই আবহে সেদিন দেশ জুড়ে চিকিৎসকদের অনশন ধর্মঘটের ডাক দিয়েছে চিকিৎসকদের সর্বভাভারতীয় সংগঠন। ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে, রাজ্যের জুনিয়র ডাক্তারদের সঙ্গে তারা যোগাযোগ রেখে চলেছে। তাঁদের দাবির সঙ্গে তাঁরা একমত।