জুনিয়রদের আন্দোলনের প্রতি সংহতিতে গণইস্তফার পথে হেঁটেছেন আরজি কর হাসপাতালের সিনিয়র চিকিৎসকেরা। অন্তত ৫০ জন সিনিয়র চিকিৎসক গণইস্তফা দিয়ে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়েছেন মঙ্গলবার।
আবার কি গণইস্তফা? জুনিয়র ডাক্তারদের অনশন, প্রতিবাদে সিনিয়ররাও
ধর্মতলায় ১০ দফা দাবিতে সাত জন জুনিয়র ডাক্তার অনশন করছেন। তাঁদের দাবিদাওয়ার ব্যাপারে সরকারের ভূমিকা সদর্থক নয়। সরকার যাতে দ্রুত পদক্ষেপ করে, সেই দাবি জানিয়েই আরজি করের সিনিয়র চিকিৎসকেরা গণইস্তফা দেন মঙ্গলবার। তার কিছু ক্ষণের মধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালেও সিনিয়র ডাক্তাররা গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন। তাঁদেরও বক্তব্য, ২৪ ঘণ্টার মধ্যে জুনিয়রদের দাবি পূরণ না হলে, তাঁরাও গণইস্তফা দেবেন। এই পরিস্থিতিতে মঙ্গলবারই নবান্নে জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই বৈঠকে ছিলেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমও। আজ দেখার, সরকার আন্দোলনকারীদের দাবিদাওয়া নিয়ে কোনও সাড়া দেয় কি না। একই সঙ্গে অন্য কোনও মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিনিয়র চিকিৎসকেরা গণইস্তফা দেন কি না, সেই খবরে নজর থাকবে।