• ষষ্ঠীতেও প্রতিবাদে জুনিয়র ডাক্তারেরা, আরজি করে রক্তদান শিবির, লিফলেট বিলি বিভিন্ন পুজো মণ্ডপে
    আনন্দবাজার | ০৯ অক্টোবর ২০২৪
  • ষষ্ঠীতেও পথে-প্রতিবাদে জুনিয়র ডাক্তারেরা

    মঙ্গলবার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে, বুধবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতার স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। তার পর দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে বিলি হবে চিকিৎসকদের ১০ দফা দাবি সম্বলিত লিফলেট। আন্দোলনকারীদের সঙ্গে থাকবে আরজি কর এবং জয়নগরের নির্যাতিতার প্রতীকী মূর্তি। ষষ্ঠীতে উত্তর থেকে দক্ষিণ কলকাতার মণ্ডপে মণ্ডপে পরিক্রমা করবেন তাঁরা। মানুষের হাতে হাতে ছড়িয়ে দেবেন তাঁদের দাবির বার্তা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, ‘‘আরজি করের সিনিয়র চিকিৎসকদের গণইস্তফা আমাদের মনোবল বাড়িয়ে দিয়েছে। এসএসকেএম এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তারেরাও ২৪ ঘণ্টা সময় দিয়েছেন। তাঁরাও গণইস্তফা দিতে পারেন। বড়দের এই পদক্ষেপ আমাদের সাহস জোগাচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)