• ষষ্ঠীর সকালে বাতিল ট্রেন, শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ
    আজকাল | ০৯ অক্টোবর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের বাতিল ট্রেন। ষষ্ঠীর সকালে কাজে বেরিয়ে বিপাকে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। আচমকা ঘোষণা না করেই ট্রেন বাতিলের জেরে ব্যাপক বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা। শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

    বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সোনারপুর স্টেশনে। যাত্রীদের অভিযোগ, সকাল ৮ টা ৪২-এর সোনারপুর লোকাল বাতিল করা হয়। এর জন্য আগে থেকে কোনও ঘোষণা করা হয়নি। ঘোষণা ছাড়াই ট্রেন বাতিল করায় বিপাকে পড়েন যাত্রীরা। এরপরই সোনারপুর স্টেশনে রেল অবরোধ শুরু হয়।

    এদিন সকাল ৯টা থেকে সোনারপুর স্টেশনে রেল অবরোধ করেন ক্ষুব্ধ যাত্রীরা। শিয়ালদা দক্ষিণ শাখায় বজবজ বাদে বাকি সব রুটেই রেল চলাচল ব্যাহত হয়েছে। একাধিক স্টেশনে আটকে পড়ে আপ ও ডাউন ট্রেন। বেলা ১১টা নাগাদ আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুই ঘণ্টা দক্ষিণ শাখায় বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন থমকে থাকে।

    যাত্রীদের অভিযোগ, এই প্রথম নয়, আগেও ঘোষণা ছাড়াই একাধিকবার সোনারপুর লোকাল বাতিল করা হয়েছে। কখনও কাজে বেরিয়ে, কখনও হাসপাতালে যাওয়ার পথে ট্রেন বাতিলের জেরে বিপাকে পড়তে হয়েছে। ষষ্ঠীর সকালে ট্রেন বাতিলের জেরে আবারও ভোগান্তি পোহাতে হচ্ছে।
  • Link to this news (আজকাল)