• থিম ‘বসুন্ধরা’, অভিনব ভাবনায় সেজে উঠেছে পাতিপুকুর সার্বজনীন, ৯০ বছরের পুজোয় আর কী চমক?
    আজকাল | ০৯ অক্টোবর ২০২৪
  • আজকাল ওয়েব ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তে পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করছেন কৃষকেরা। নানান প্রতিকূলতার সম্মুখীন হয়েও অটুট রয়েছে তাঁদের সংগ্রাম। আর সেই লড়াই করতে গিয়ে কৃষকদের দৈন্যরূপই ফুটে উঠেছে দুর্গাপুজোর ভাবনায়।

    পাতিপুকুর আদি সার্বজনীন দুর্গাপূজা কমিটি উত্তর ২৪ পরগনার পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম। এবার এই পুজো ৯০ বছরে পা রেখেছে৷ তাঁদের এই বছরের থিম ‘বসুন্ধরা’। অনবদ্য ভাবনার থিমকে বাস্তবে রূপ দিতে মণ্ডপসজ্জায় ব্যবহৃত হয়েছে অসমের তলতি বাঁশের চাটাই, বালি মাটি, এঁটেল মাটি, মুর্শিদাবাদের সোনামুখি ধান। এছাড়াও আঞ্চলিক প্যারিস , জুট, ফাইবার, কাঠের পাটা, মাটির ঘড়া, খড়, লোহার বিভিন্ন ধরনের সামগ্রী, বিভিন্ন ছবি, স্যালাইনের পাইপ,পাট, মুলিবাঁশ, রঙ, ছোট মাটির পুতুল, জুনদড়ি ইত্যাদিও ব্যবহার করা হয়েছে।

    শিল্পী দীপঙ্কর দে-এর ভাবনায় গড়ে উঠেছে এই মণ্ডপ ও প্রতিমা। তাঁর কথায়, "পুরো বিষয়টাই চোখের সামনে ঘটে চলা বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে নির্মিত। গত রবিবার ৭ অক্টোবর রাজ্যের ভারপ্রাপ্ত দমকল মন্ত্রী সুজিত বোসের উপস্থিতিতে উদ্বোধন হয় এই মণ্ডপের।

    সংশ্লিষ্ট পুজো কমিটির সম্পাদক ত্রিনাথ দাস বলেন, “আমরা আশাবাদী। সারা কলকাতা ব্যাপী পাতিপুকুর সর্বজনীন পূজা কমিটি দুর্গাপুজোর ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যদিকে, সহ-সম্পাদক রাহুল সেনের কথায়, “দর্শকদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন, দেখুন এবং উপভোগ করুন।”
  • Link to this news (আজকাল)