ডাক্তারদের দাবি ‘যথার্থ', সুরাহা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি নাগরিক সমাজের
এই সময় | ০৯ অক্টোবর ২০২৪
জুনিয়র ডাক্তারদের অনশনকে সমর্থন জানিয়ে এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে চিঠি দিলেন নাগরিক সমাজের একাংশ। জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারকে ফের আলোচনায় বসার আর্জি জানালেন তাঁরা।৭৫ জনের বেশি মানুষের সই করা একটি চিঠি বুধবার সকালে ই-মেল করা হয়েছে। তালিকায় রয়েছেন শিক্ষা, চলচ্চিত্র, চিকিৎসা, আইন ক্ষেত্রের বিশিষ্টজনেরাও। চিঠিতে জয়নগরে শিশু খুনের ঘটনা, পার্ক স্ট্রিট থানায় মহিলাকে নিগ্রহের ঘটনার মতো বেশ কিছু ঘটনারও উল্লেখ রয়েছে।
সরকারের কাছে নাগরিকদের আবেদন
চিঠিতে লেখা হয়েছে, ‘আরজি করের ঘটনার পরেও নানা জায়গায় রাজ্যের একাধিক জায়গায় যৌন নিগ্রহ, হেনস্থার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার পুলিশ-প্রশাসনের খামতি, কোথাও কোথাও পুলিশই নিগ্রহে অভিযুক্ত হওয়ায় সার্বিক ভাবে নিরাপত্তাহীনতার বোধ তৈরি হয়েছে। সেই কারণে জুনিয়র ডাক্তারেরা বাধ্য হয়েই আমরণ অনশন শুরু করেছেন।’
ওই চিঠিতে বলা হয়েছে, ‘আমরা মনে করছি, জুনিয়র ডাক্তারদের দাবি এবং অভিযোগগুলি একেবারেই যথার্থ এবং শীঘ্রই এই সব দাবির সুরাহা হওয়া একান্তই প্রয়োজন। তা সার্বিক ভাবে নাগরিক নিরাপত্তা এবং স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষার সঙ্গেও যুক্ত।’ জুনিয়র ডাক্তারদের সঙ্গে পুনরায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যচিবকে বৈঠকে বসার জন্য চিঠিতে আবেদন জানানো হয়েছে।