বালুরঘাট থেকে হিলি উদ্দেশ্যে আসছিল মুক্তা নামে একটি যাত্রীবাহী বাস। সেসময় পথে ত্রিমোহিনীর সরকার বাদার্স গোডাউনের সামনে এক বৃদ্ধ সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় ৫১২ নম্বর জাতীয় সড়কের হাইড্রেনে সজোরে ধাক্কা মেরে উল্টে যায় বাসটি। ঘটনায় বাসের ভেতরে থাকা ৫জন যাত্রী গুরুতর জখম হয়।
কিন্তু কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা ছুটে এসে বাস থেকে যাত্রীদের উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিলি থানার পুলিস। ঘটনাস্থলে থেকে বাসটিকে উদ্ধার করে জাতীয় সড়ক পরিষ্কারের কাজ শুরু করেছে পুলিশ। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিস। তবে এখনও জখম বাসযাত্রীদের পরিচয় উদ্ধার হয়নি।
উল্লেখ্য, পঞ্চমীর সন্ধ্যায় রাস্তায় পুলিস! গতি আরও বাড়ল বাইকের। সেই বাইকের ধাক্কায় গুরুতর জখম এক মহিলা। আহত হলেন বাইকের চালকও। দুর্ঘটনায় প্রাণ গেল বাইকে থাকা যুবকের। প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। পুলিসের সঙ্গে বচসা, লাঠিচার্জ। এদিন ধুন্ধুমার কাণ্ড দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে।
স্থানীয় সূত্রের খবর, ভাঙড়ের বোদরা এলাকায় বাসন্তী হাইওয়ে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক যুবক। পিছনের সিটে ছিল বছর ষোলোর এক নাবালক। রাস্তায় তখন প্রচুর পুলিস। পুলিস দেখামাত্রই বাইক নিয়ে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করেন ওই যুবক। শেষে নিয়ন্ত্রণ হারান এবং পথচলতি এক মহিলাকে ধাক্কা মারে। ওই মহিলা তো বটেই, আহত হন বাইক চালক নিজেও।