জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবিপূরণে অনশন শুরু হয়েছে ধর্মতলায়। সেখানে যোগদানকারীর সংখ্যা বাড়ছে। তাঁদের পাশে দাঁড়াতে মঙ্গলবার ১২ ঘণ্টা প্রতীকী অনশন করেন মেডিক্যাল কলেজের চিকিৎসকরা। রিলে অনশনের মধ্যে মঙ্গলবার দুপুরেই গণ ইস্তফাপত্রে সই করেন আর জি করের ৫০ জন সিনিয়র ডাক্তার। তাঁদের মধ্যে বেশ কয়েকজন বিভাগীয় প্রধানও রয়েছেন। এদিন বিভাগীয় প্রধানদের একটি বৈঠক ছিল। সেখানেই তাঁর ইস্তফার সিদ্ধান্ত নেন। এর পরই জানা গিয়েছিল, ষষ্ঠীতে দেশজুড়ে অনশনে শামিল হবেন ডাক্তাররা।
এদিন সকাল ৯ টা থেকে অনশনে শামিল হয়েছেন ডাক্তাররা। না খেয়েই রোগীদের পরিষেবা দিচ্ছেন তাঁরা। প্রত্যেকের দাবি একটাই, অভয়ার সুবিচার। প্রসঙ্গত, জুনিয়র চিকিৎসকদের দাবিপূরণে সরকারকে সময় দেওয়ার পরও কোনও সদর্থক সাড়া না পেয়ে চাপ বাড়াতে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজের চিকিৎসকরা গণ ইস্তফার সিদ্ধান্ত নিতে পারেন বলে শোনা যাচ্ছে। আর জি করে পথে হেঁটে বুধবার ইস্তফা দেন কলকাতা মেডিক্যালের সিনিয়র চিকিৎসকরা।