• জুনিয়র ডাক্তারদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, চাঁদনি চকে ধুন্ধুমার
    এই সময় | ০৯ অক্টোবর ২০২৪
  • জুনিয়র ডাক্তারদের ‘অভয়া পরিক্রমা’-কে কেন্দ্র করে ধুন্ধুমার চাঁদনি চকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন জুনিয়র ডাক্তাররা। ধস্তাধস্তিতে এক মহিলা কনস্টেবল আহত হয়েছেন বলে সূত্রের খবর। ডাক্তারদের গাড়িকে প্রথমে আটক দেয় পুলিশ। পরে পুলিশকে ধাক্কা মেরে সরিয়ে মিনিডোরগুলিকে ছাড়িয়ে নেওয়া হয়। মানববন্ধন করে ধর্মতলার দিকে এগিয়ে যান আন্দোলনকারীরা।বুধবার শহর জুড়ে ‘অভয়া পরিক্রমা’ করার পরিকল্পনা করা হয় ডাক্তারদের তরফে। দুপুর ২ টোর সময় ধর্মতলা থেকে শুরু হওয়ার কথা ছিল জুনিয়র ডাক্তারদের পুজো পরিক্রমা। গতকাল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বলা হয়েছিল উত্তর ও দক্ষিণ কলকাতায় পুজো পরিক্রমায় যাবেন তাঁরা। পরে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে জানানো হয় বুধবার শুধু দক্ষিণ কলকাতায় যাবেন তাঁরা। ডাক্তারদের পরিক্রমার জন্য ২ টো গাড়ির ব্যবস্থা করা হয়েছিল।

    জুনিয়র ডাক্তারদের এই কর্মসূচিতে অনুমতি ছিল না পুলিশের। ডাক্তারদের দুটি মিনিডোর গাড়িকে আটকে দেওয়ার পরেই শুরু হয় গোলমাল। দু’পক্ষের মধ্যে তুমুল বচসা থেকে হাতাহাতি শুরু হয়। গোলমালের জেরে পুরোপুরি স্তব্ধ হয়ে যায় শ্যামবাজারমুখী সেন্ট্রাল অ্যাভিনিউ। যান চলাচল ব্যাহত হয় উল্টো দিকের রাস্তাতেও। আন্দোলনকারীদের ভিড়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে ছিলেন অ-চিকিৎসক অনেকেও। ধস্তাধস্তির মাঝে এক মহিলা পুলিশকর্মীর হাতে আঘাত লাগে। জুনিয়র ডাক্তারদের আচরণে কান্নায় ভেঙে পড়েন মহিলা পুলিশকর্মী।

    বিস্তারিত আসছে …

    তথ্য সহায়তায়: অনির্বাণ ঘোষ
  • Link to this news (এই সময়)